ডেমরা হাজি জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ২০০১ ব্যাচের রজতজয়ন্তী উৎসব অনুষ্ঠিত
কেউবা ভালোবাসায় জরিয়ে ধরছে বন্ধুকে কেউবা ক্লাস রুমগুলো ঘুরে দেখছেন হারিয়ে যাচ্ছেন শৈশবের স্মৃতিতে পুরো পরিবেশ টা যেন আনন্দ বেদনার এক গভীর সমুদ্র। “এসো স্মৃতির প্রাঙ্গণে মিলি প্রীতির বন্ধনে” শিরোনামে গতকাল ০২ এপ্রিল বুধবার নাচ,গান কবিতায় এমনই এক আনন্দঘন দিন পার করলো পাবনা জেলার ফরিদপুর উপজেলার ডেমরা হাজী জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ২০০১ ব্যাচের শিক্ষার্থীরা।
দীর্ঘদিন পর দেখা হয়ে কথা বলার যে অনুভূতি সেটা তারা বিভিন্নভাবে প্রকাশ করলো। সেই সাথে বিদ্যালয়ের শিক্ষকের উপস্থিতি যেন আনন্দকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিলো।
শিক্ষকদের সাথে কথা বললে তারা বলেন আজ থেকে ২৫ বছর আগে স্কুল ছেড়েছে তারপর পড়াশোনা চাকুরী কাজের প্রয়োজনে সবাই দেশের বিভিন্ন প্রান্তে বলা যায় হারিয়ে গিয়েছে কারো সাথে দেখা হয়না, এই আয়োজন এর মাধ্যমে দীর্ঘ দুইযুগ পরে সবার সাথে দেখা হয়ে সত্যি আমরাও আনন্দিত শিক্ষার্থীদের এই বন্ধন অটুট থাক। আয়োজকরা বলেন কে কোথায় থাকি তার ঠিক নেই এই স্মৃতি চারন করতেই আমাদের এই মিলন মেলা।
অনেকে আবেগ আপ্লুত হয়ে বলেন আজ এত বছর পরে এসেও মনে হচ্ছে আমরা সেই ছোটই আছি সত্যি চেনা সব আঙিনা যেখানে কেটেছে শৈশবের সবচেয়ে আননন্দের মুহুর্তগুলো বলতেই চোখ ভিজে যাচ্ছিলো। কেউ স্ত্রী সন্তান আবার কেউবা আবার স্বামী সন্তান নিয়ে এসেছেন আনন্দ ভাগাভাগি করতে। আয়োজনে ছিলো বিভিন্ন রকম খেলা ও প্রতিযোগীতা ।
আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন মাহবুব আলম,এম কিরন খান, মাসুদ রানা, রবিউল ইসলাম, আরাফাত রহমান তুহিন,জামাল উদ্দিন আফগানি, হুমায়ুন কবির জুয়েল, জাহিদ হাসান, জেসমিন আরা লিপি সহ অনেকে। দুপুরের খাবার শেষে বিভিন্ন ইভেন্টের পুরস্কার ও ক্রেস্ট বিতরণ এর মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
অসংখ্য ধন্যবাদ। সুন্দর লেখনীর জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ