ঈদ পরবর্তী যাত্রা নির্বিঘ্ন করতে বিআরটিএ কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বিআরটিএ পাবনা সার্কেল আজ ৫ এপ্রিল শনিবার পবিত্র ঈদ-উল ফিতর-২০২৫ উদ্যাপন শেষে যাত্রী সাধারণের ঈদ ফিরতি যাত্রা নিরাপদ ও নির্বিঘ্নে করার লক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএ পাবনা কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয।
মোটরযানের গতি নিয়ন্ত্রণ,ফিটনেস বিহীন যান,অতিরিক্ত ভাড়া আদায় ও অন্যান্য অপরাধে জরিমানা আদায় করা হয়। এ সময় ৭ টি মামলায় ৬৫০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী আল মাহমুদ, জেলা পুলিশের সদস্য ও বিআরটিএ পাবনা এর সকল কর্মকর্তা, কর্মচারী বৃন্দ।