• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:০৯ পূর্বাহ্ন
  • |
  • |
Headline :
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হার্বেক্স এন্ড কোং (ইউনানী) এর কর্মকর্তা মোঃ হাসিবুর রহমান পাপ্পু নিহত ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগে পাবনায় বৃদ্ধ গ্রেফতার প্রকাশ্যে পুলিশের সামনে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল খালে ভাসছিল সবজি বিক্রেতার মরদেহ বেড়েছে খেজুর চিনি ছোলার, কমেছে পেঁয়াজের রোজায় বাড়তি চাহিদার পণ্য মাওলানা ভাসানী ছিলেন মেহনতী মানুষের মুক্তির দিশারী- এ্যাড. শিমুল বিশ্বাস শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার দিনাজপুরে শীতকালীন বাদাম চাষে আগ্রহী হচ্ছে গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পিরোজপুরে কলেজ ভাঙচুর জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

আদম ব্যবসায়ী এনামুল খা ও তার স্ত্রী কে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

স্পষ্টবাদী ডেস্ক / ৩১ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
আদম ব্যবসায়ী এনামুল খা ও তার স্ত্রী কে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন
আদম ব্যবসায়ী এনামুল খা ও তার স্ত্রী কে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জে অবৈধ আদম ব্যবসায়ী ও মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য প্রতারক এনামুল খা এবং তার স্ত্রী শিল্পী বেগমকে দ্রুত গ্রেপ্তার, প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া সমুদয় অর্থ ফেরত প্রদান ও তাদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন একাধিক ভুক্তভোগী এবং তাদের স্বজনেরা।

শুক্রবার (৭ নভেম্বর) বেলা ১১ টায় সদর উপজেলার ঘোষেরচর, কলাবাগান এলাকায় ভুক্তভোগীরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, আকামা বিহীন আদম ব্যবসার মূল হোতা প্রতারক এনামুল খা ও তার স্ত্রী শিল্পী বেগম আমাদের কাছ থেকে বিদেশে পাঠানোর নামে হাতিয়ে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা। বিদেশে নিয়ে সেখানে তাদেরকে বৈধ আকামা এবং কোন কাজের সন্ধান না দিয়ে মরুভূমিতে আটক রেখে অমানবিক নির্যাতন চালাচ্ছে।

“দারিদ্রতা দূর করতে এবং সংসারে সচ্ছলতা ফেরাতে বিদেশে গিয়ে কাজের কোন বিকল্প নেই” অবৈধ আদম ব্যবসায়ী এনামুল খা -এর এ মিথ্যা প্রলোভনে পড়ে আজ আমরা সর্বস্বান্ত হয়েছি। আমরা তার কথায় আমাদের সন্তান এবং স্বামীদেরকে শেষ সহায়- সম্বল, জমি-জমা বিক্রি সহ ধার -দেনা করে সৌদি আরবে পাঠানোর জন্য প্রতারক এনামুল খা’র নিকট লক্ষ লক্ষ টাকা প্রদান করেছি।

সে আমাদের সন্তান ও স্বামীদেরকে সৌদি আরবে পাঠালেও সেখানে তাদেরকে বৈধ আকামা ও কাজের কোন সন্ধান দেয়নি। বর্তমানে তারা মরুভূমিতে অমানবিক নির্যাতনের শিকার ও মানবেতর জীবন-যাপন করছে। আমরা এনামুল খা ও তার স্ত্রীর নিকট গিয়ে আমাদের সন্তান ও স্বামীদের বৈধ আকামা প্রদান এবং কাজের সুযোগ করে দিতে বললে তারা আমাদেরকে বিভিন্ন হুমকি-ধমকি দেয়। অভিযুক্ত এনামুল খা গোপালগঞ্জ সদর উপজেলার পাইকান্দি ইউনিয়নের চর পুখুরিয়া গ্রামের মৃত তৈয়ব খা’র ছেলে।

বর্তমানে সে দেশেই রয়েছে। যে কোন সময় এই প্রতারক সৌদি আরবে পালিয়ে যাবে। সেখানে আমাদের স্বামী ও সন্তানদের বৈধ আকামা ও কাজের সংস্থান না করে দিতে পারলে তাদেরকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। এছাড়াও প্রতারক এনামুল খা এবং তার স্ত্রীকে দ্রুত গ্রেপ্তার করে আমাদের নিকট থেকে নেওয়া সমুদয় অর্থ ফিরে পেতে সহায়তা করা সহ তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে জোর দাবি জানাচ্ছি। সে যেন আর কারো সাথে বিদেশ পাঠানোর নামে ভয়াবহ প্রতারণা না করে আর কোন পরিবার যেন সর্বস্বান্ত না হয়।

অভিযোগে জানা গেছে, অভিযুক্ত প্রতারক এনামুল খা সৌদি আরবে কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে বহু প্রবাস প্রত্যাশীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে আকামা বিহীনভাবে বিদেশে পাঠিয়ে দেন, পরে তাদেরকে সেখানকার মরুভূমির ভেতরে কাজ, বাসস্থান ও বৈধতা ছাড়াই ফেলে রাখেন। পরে এ সংক্রান্ত ভুক্তভোগীদের পক্ষ থেকে আজ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আইনজীবীদের মতে, এনামুল খা ও তার সহযোগীদের কার্যক্রম “প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন, ২০১৩” এবং “মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২” অনুযায়ী গুরুতর দণ্ডনীয় অপরাধ করেছেন।

ভুক্তভোগীরা দ্রুত এনামুল খা ও তার স্ত্রী শিল্পী বেগমের বিরুদ্ধে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন, ২০১৩-এর ধারা ৩১, ৩২, ৩৫ এবং মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর ধারা ৭(১) অনুযায়ী কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
তাদের আহ্বান—
“আর যেন কোনো পরিবার এভাবে সর্বস্ব হারিয়ে মরুভূমিতে না ফেলে রাখা হয়। এ বিষয়ে অভিযুক্ত এনামুল খা ও তার স্ত্রী শিল্পী বেগমের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের সাক্ষাৎ না পাওয়ায় তাদের কারোরই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category