৭ই নভেম্বর শুক্রবার সকাল দশটায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ও পাবনা জেলা বিএনপির কার্যালয় উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন, তিনি বলেন আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে স্বরযন্ত্র হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে হয়েছে এবং তারুণ্যের প্রতীক তারেক রহমানকে নিয়েও স্বরযন্ত্র হয়েছে আমরা জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভূমিকায় সকল স্বরযন্ত্র রুখে দিয়েছি ইনশাআল্লাহ আগামী নির্বাচনে পাবনার পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের ধানের শীষ প্রতীকে বিজয়ী করার মধ্য দিয়ে সেই স্বরযন্ত্র রুখে দিব ইনশাআল্লাহ।
এসময়৷ পাবনা জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ এ্যাডভোকেট খন্দকার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক বিএনপি মনোনীত পাবনা চার আসনের সংসদ সদস্য প্রার্থী হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ম-আহবায়ক আনিসুল হক বাবু, আহবায়ক কমিটির সদস্য মান্নান মাস্টার, পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম মুসা, সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, পাবনা জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু, বক্তারা বলেন আমরা পাবনা জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল কর্মী ঐক্যবদ্ধ ভূমিকায় ধানের শীষ প্রতীক কে বিজয়ী করবো।
এসময় ঐতিহাসিক ৭নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের পোস্টার উন্মোচন করা হয়, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল পাবনা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা যুবদলের সদস্য সচিব মনির আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের এক নং যুগ্ম-আহবায়ক এসকে সাগর, পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শিপন হোসেন, স্বেচ্ছাসেবক দল পাবনা জেলা শাখার সাবেক সভাপতি আরিফ চৌধুরী, পাবনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান প্রিন্স, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, আইন বিষয়ক সম্পাদক মুস্তাসিম নিকু, সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম, সহ-সভাপতি সানোয়ার হোসেন সহ পাবনা জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ। দোয়ার মাধ্যমে কর্মসূচী শেষ হয়।