আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য খাগড়াছড়ি সংসদীয় আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া। তিনি কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন। ওয়াদুদ ভূঁইয়ার রাজনৈতিক পটভূমি : আবদুল ওয়াদুদ ভূঁইয়া পার্বত্য খাগড়াছড়িতে একজন সুপরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব।
তিনি এর আগে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন : ১৯৯৬ সালে (৬ষ্ঠ জাতীয় সংসদ) : বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে (অষ্টম জাতীয় সংসদ): বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
অষ্টম জাতীয় সংসদে তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া, তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।