• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১২:১১ অপরাহ্ন
  • |
  • |
Headline :
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হার্বেক্স এন্ড কোং (ইউনানী) এর কর্মকর্তা মোঃ হাসিবুর রহমান পাপ্পু নিহত ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগে পাবনায় বৃদ্ধ গ্রেফতার প্রকাশ্যে পুলিশের সামনে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল খালে ভাসছিল সবজি বিক্রেতার মরদেহ বেড়েছে খেজুর চিনি ছোলার, কমেছে পেঁয়াজের রোজায় বাড়তি চাহিদার পণ্য মাওলানা ভাসানী ছিলেন মেহনতী মানুষের মুক্তির দিশারী- এ্যাড. শিমুল বিশ্বাস শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার দিনাজপুরে শীতকালীন বাদাম চাষে আগ্রহী হচ্ছে গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পিরোজপুরে কলেজ ভাঙচুর জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

ঝালকাঠি সদরে রবি প্রণোদনায় ২ হাজার ১৫৫ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ–সার বিতরণ

মো. জাহিদ, ঝালকাঠি / ৩৮ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
ঝালকাঠি সদরে রবি প্রণোদনায় ২ হাজার ১৫৫ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ–সার বিতরণ
ঝালকাঠি সদরে রবি প্রণোদনায় ২ হাজার ১৫৫ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ–সার বিতরণ

রবি মৌসুম ২০২৫–২৬-এর প্রণোদনা কর্মসূচির আওতায় ঝালকাঠি সদরে ২ হাজার ১৫৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে উন্নতমানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইয়াসমিন। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহম্মদ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় পরিচালিত এ কর্মসূচিতে কৃষকদের মাঝে সরিষা, সূর্যমুখী, সয়াবিন, মুগ, মসুর, খেসারী, চিনাবাদাম, গম ও বোরো ধানের বীজ দেওয়া হয়। পাশাপাশি উৎপাদন বৃদ্ধির সহায়ক উপকরণ হিসেবে দেওয়া হয় ডিএপি ও এমওপি সার।

উদ্বোধনী বক্তব্যে ইউএনও ফারহানা ইয়াসমিন বলেন, “কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি। চাষাবাদে কৃষকদের উৎসাহিত করতে সরকার নিয়মিতভাবে প্রণোদনা দিচ্ছে। রবি মৌসুমের এই সহায়তা কৃষকের মাঠে উৎপাদন বৃদ্ধি ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহম্মদ বলেন, “রবি মৌসুমের তেল ও ডাল ফসল এবং ধান উৎপাদনে বীজ–সার গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করবে। মাঠপর্যায়ে সঠিক প্রযুক্তিগত সেবা দিতে কৃষি বিভাগ সবসময় প্রস্তুত। কৃষকেরা এই সুযোগ কাজে লাগালে অধিক ফলন অর্জন সম্ভব।”

অনুষ্ঠানে কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও ইউনিয়ন পর্যায় থেকে আসা শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা খাদিজা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, এএইও মো. হুমায়ুনসহ এসএপিপিও, এসএএওবৃন্দ, উপজেলা মৎস্য কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, পিআইও কর্মকর্তা, জাইকা প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে পর্যায়ক্রমে বীজ ও সার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category