পরে আয়োজিত অনুষ্ঠান উপলক্ষে জেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় সংগীত ও সমবায় সংগীত গাওয়ার মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। দিবসটিকে কেন্দ্র করে সমবায়ীদের আয়োজনে ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তন, ময়মনসিংহে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় ও র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহমিনা আক্তার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), ময়মনসিংহ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আসাদুজ্জামান, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ।
সভাপতির পদ অলংকৃত করেন ময়মনসিংহ সমবায় বিভাগের যুগ্ননিবন্ধক মোঃ আবদুল ওয়াহেদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফারহানা আফরোজ উর্মি উপনিবন্ধক (বিচার,অডিট ও আইন) বিভাগীয় সমবায় কার্যালয় ময়মনসিংহ।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শরীফ আহমেদ, উপজেলা সমবায় অফিসার, সদর, ময়মনসিংহ। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সেলিম মিয়া, জেলা সমবায় অফিসার, ময়মনসিংহ।অনুষ্ঠানের শুরুতে সভাপতি আমন্ত্রিত অতিথি বৃন্দের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য প্রদান করেন।
পরে উপস্থিত জেলার বিশিষ্ট ও সফল সমবায়ীগন সমবায়ের বিভিন্ন কর্মকান্ডের উপর আলোকপাত করে বক্তব্য প্রদান করে।পরে একে একে প্রধান অতিথি ও বিশেষ অতিথি মহোদয়গণ আলোচনায় অংশ নিয়ে সমবায়ের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন।