• সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫ পূর্বাহ্ন
  • |
  • |
Headline :
ফরিদপুরে খালে ডুবে একই পরিবারের দুইজন প্রথম শ্রেণির শিক্ষার্থী মৃত্য শ্যামনগরে ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী মোস্তফা আল-মামুন’র গণসংযোগ পথসভা অনুষ্ঠিত চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষ, নেই পুলিশ জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে: আসিফ এপিবিএনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, সেনা চায় রোহিঙ্গা নারীরা পিআর সম্ভব না, রিজভী চবি ও আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি পাবনার সাঁথিয়া মাকে নির্যাতনে, ছেলে-পুত্রবধূসহ আটক ৫ রিটকারীকে শুভেচ্ছা জানালেন শিবিরের জিএস প্রার্থী ফরহাদ ভারত সফরের পরিকল্পনা বাতিল করেছেন ট্রাম্প: নিউ ইয়র্ক টাইমস

নরসিংদীতে ইসলামী ছাত্রশিবিরের ২ দিনব্যাপী সাথী শিক্ষা শিবির অনুষ্ঠিত,

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী, নরসিংদী। / ৮৪ Time View
Update : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫


নরসিংদীতে ইসলামী ছাত্রশিবিরের ২ দিনব্যাপী সাথী শিক্ষা শিবির অনুষ্ঠিত,
ভোটের মাধ্যমে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানালেন মাওলানা জাহাঙ্গীর আলম!

“আদর্শ ছাত্র গড়ি, আদর্শ সমাজ গঠন করি”— এই স্লোগানকে সামনে রেখে ইসলামী ছাত্রশিবির, নরসিংদী জেলার উদ্যোগে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী সাথী শিক্ষা শিবির। গত ১৮ ও ১৯ এপ্রিল (শুক্রবার ও শনিবার) নরসিংদী শহরের একটি নিরিবিলি পরিবেশে এ শিবির অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন উপজেলা ও থানা শাখা থেকে আগত শতাধিক সাথী এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

শিক্ষা শিবিরের মূল উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদের আদর্শিক, নৈতিক ও সাংগঠনিকভাবে প্রশিক্ষিত করে ইসলামী আন্দোলনের যোগ্য কর্মী হিসেবে গড়ে তোলা। শিবিরে কুরআন-হাদীসভিত্তিক আলোচনা, দাওয়াতি চিন্তাধারা, নেতৃত্বের গুণাবলি, সংগঠনের কাঠামো ও আদর্শ মুসলিম চরিত্র বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নরসিংদী জেলার সহকারী সেক্রেটারি, মনোহরদী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও নরসিংদী-০৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা জাহাঙ্গীর আলম।

তিনি তাঁর বক্তব্যে বলেন,“আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই— এই স্লোগান বাস্তবায়ন করতে হলে দেশের জনগণকে ইসলামী নেতৃত্বের পক্ষে অবস্থান নিতে হবে। ভোটের মাধ্যমে সৎ, আদর্শবান ও আল্লাহভীরু নেতাদের নির্বাচিত করলেই সমাজে সুবিচার প্রতিষ্ঠা সম্ভব।”

তিনি আরও বলেন, “আজকের এই তরুণ ছাত্রদের মাঝ থেকেই ভবিষ্যতের নেতৃত্ব বের হয়ে আসবে। ইসলামী ছাত্রশিবিরই সেই আদর্শিক নেতৃত্ব তৈরির প্ল্যাটফর্ম।”

উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন নরসিংদী জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো: রুহুল আমিন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “প্রত্যেক সাথী ভাইকে ইসলামী আন্দোলনের আদর্শিক সৈনিক হিসেবে গড়ে তুলতে হবে। কুরআন-সুন্নাহভিত্তিক জীবন গঠন এবং সংগঠনের সঙ্গে নিবিড় সম্পর্কের মাধ্যমেই আমরা বিজয়ী কাফেলার সারিতে স্থান লাভ করতে পারি।”

শিবিরের দ্বিতীয় দিন ছিল মূল্যায়নভিত্তিক আলোচনা, প্রশ্নোত্তর পর্ব এবং মননশীল সাংস্কৃতিক পরিবেশনা। সমাপনী অধিবেশনে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়।

শিবির শেষে আয়োজকরা জানান, সাথী পর্যায়ের এই প্রশিক্ষণ কর্মসূচি ধারাবাহিকভাবে জেলার বিভিন্ন থানায়ও আয়োজন করা হবে। ইসলামী ছাত্রশিবির তাদের লক্ষ্য অনুযায়ী আদর্শিক ছাত্র তৈরির মিশনে অগ্রসর থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category