বুধবার (২২ অক্টোবর) রাত ৭ টার সময় পূর্ব ইলিশা ইউনিয়নের নিজামউদ্দিন মাধ্যমে বিদ্যালয় এর মাঠে আয়োজিত এ কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ কামরুল মিয়া এবং সঞ্চালনা করেন শামীম আল মামুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা যুবদলের সভাপতি মোঃ জামালউদ্দিন লিটন ও সাধারণ সম্পাদক বিপি আঃ কাদের সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক আঃ লতিফ টিটু এবং সদস্য সচিব মোঃ বিল্লাহ হোসেন।
এ সময় বক্তারা বলেন, বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নির্যাতন চালিয়ে সরকার বিরোধী কণ্ঠরোধের চেষ্টা করছে। কিন্তু এসব দমন-পীড়নে আন্দোলন থেমে থাকবে না। তারা বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফেরাতে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সমাবেশে বক্তারা আরও বলেন, তৃণমূল থেকে নেতৃত্ব গড়ে তুলতে হবে এবং সংগঠনের প্রতিটি কর্মীকে জনগণের পাশে থেকে সরকারের অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।
আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন পূর্ব ইলিশা ইউনিয়ন যুবদলের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকবৃন্দসহ শতাধিক নেতাকর্মী।
কর্মী সমাবেশটি শেষে জাতীয় সংগীত পরিবেশন ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে সমাপ্ত হয়।