দীর্ঘদিন ধরে সাহিত্য চর্চা ও কবিতা লিখে আসছেন আটের দশকের কবি ও সাংবাদিক সাকিল আহমেদ। তাঁর কাব্যগ্রন্থ উদ্বোধন হল শনিবার কলেজ স্ট্রিটের ঐতিহ্যমন্ডিত অ্যালবার্ট হলে। বর্তমানে যা সবার কাছে ইন্ডিয়ান কফি হাউস নামে সুপরিচিত।
কফির সঙ্গে পকোড়া ও ইনফিউশন কাপে চুমুকে চুমুকে তুফান তুলে উদ্বোধন করলেন প্রথিতযশা তিন সাহিত্যিক অমর মিত্র সাহিত্যিক নলিনী বেরা ও সাহিত্যিক তাপস রায়। সাকিল আহমেদের কাব্যগ্রন্থ তুমি রবে নীরবে। উপস্থিত ছিলেন কবি দেবাঞ্জন চক্রবর্তী, কবি সায়ন্তনী ভট্টাচার্য, কবি শঙ্কর ঘোষ, কবি আলোক সেন প্রমুখ।
কুসুমের ফেরা প্রকাশন ও ডায়মন্ড হারবার প্রেস ক্লাবের প্রকাশনা বিভাগ থেকে প্রকাশিত হয়েছে এই কাব্যগ্রন্থটি।