বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের নীলফামারী জেলা শাখার সভাপতি প্রভাষক মো. ছাদের হোসেনের নেতৃত্বে স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন— নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি আনোয়ারুল ইসলাম, আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা সেক্রেটারি প্রভাষক মো. উমর ফারুকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীবৃন্দ।
স্মারকলিপিতে উত্থাপিত প্রধান দাবিগুলো হলো-বাড়ি ভাড়া ৪৫ শতাংশ করতে হবে, চিকিৎসা ভাতা ১৫০০ টাকা দিতে হবে, শতভাগ উৎসব ভাতা প্রদান করতে হবে, প্রস্তাবিত ১০৮৯ ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করতে হবে, নন-এমপিও শিক্ষকদের চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বকেয়া ভাতা অবিলম্বে পরিশোধ করতে হবে, স্বৈরাচারী সরকারের আমলে যেসব এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী তাদের পাওনা বুঝে পায়নি তাদের পাওনাদি নির্বাহী আদেশে পরিশোধ করতে হবে।
শিক্ষক নেতৃবৃন্দ জানান, দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। শিক্ষা কাঠামোর সার্বিক উন্নয়নে এসব দাবি বাস্তবায়ন অত্যন্ত জরুরি বলেও তারা উল্লেখ করেন।