বৌদ্ধ সম্প্রদায়ের এ উৎসবকে ঘিরে সোমবার সন্ধ্যা থেকে সন্ধ্যাকাশে ওড়ানো হয়েছে একের পর এক রং-বেরঙের দৃষ্টিনন্দন উজ্জ্বল ফানুস। জানাগেছে, প্রবারণা পূর্ণিমা উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব।
এসময় সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন ব্যক্তিবর্গ সাথে ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান যেসব বৌদ্ধ বিহার পরিদর্শন করেন তা হলো- হারবাং গুণামেজু বৌদ্ধ বিহার, শাক্যমুনি বৌদ্ধ বিহার, ধর্ম সুখ বৌদ্ধ বিহার, বন বৌদ্ধ বিহার, ডেমিকারামা বৌদ্ধ বিহার, চকরিয়া কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহার ও চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা রাখাইন পাড়া বৌদ্ধ বিহার।