র্যাব সূত্র জানায়, গত ১৪ সেপ্টেম্বর সকালে পারিবারিক কলহের জেরে নলদহ নতুনপাড়া শ্রীপুর গ্রামের শিমুল শেখ নিজের মা রবিজা খাতুন ও বাবা নছির শেখকে ধারালো অস্ত্র এবং লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি মারপিট করে গুরুতর জখম করে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। পরবর্তীতে রবিজা খাতুন বাদী হয়ে ছেলে শিমুল শেখসহ অন্যান্য আসামীদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা দায়ের করেন।
আজ (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে র্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এনামুল হকের নেতৃত্বে একটি আভিযানিক দল সদর থানাধীন শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামী শিমুল শেখকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।