মালদ্বীপে নেপালি নারীকে ছুরিকাঘাত, বাংলাদেশি গ্রেপ্তার
পুলিশ জানিয়েছে, হুলহুমালের প্রথম ফেজের একটি দোকানে কাজ করার সময় ওই নারীকে ঘাড়ে ছুরিকাঘাত করেন অভিযুক্ত বাংলাদেশি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তদন্তের ভিত্তিতে জাহাঙ্গীর মিয়া (২৫) নামে সন্দেহভাজনকে একই দিন সন্ধ্যায় হুলহুমালের দ্বিতীয় ফেজ থেকে গ্রেপ্তার করা হয়।
মালদ্বীপ পুলিশ সার্ভিস জানিয়েছে, ঘটনার পেছনের কারণ ও পূর্ণাঙ্গ পরিস্থিতি নির্ধারণে মামলাটি সক্রিয়ভাবে তদন্তাধীন রয়েছে। এ বিষয়ে মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর (শ্রম) মো. সোহেল পারভেজ দেশের ভাবমূর্তি রক্ষার্থে মালদ্বীপে বসবাসরত সব বাংলাদেশিকে যে কোনো বেআইনি ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন।