এতে জেলার সাড়ে ৩ শতাধিক হাসপাতাল, বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকসহ ৩ হাজার কর্মকর্তা, কর্মচারী অংশগ্রহণ করেন।
নরসিংদী জেলা প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সনেট মোহাম্মদ নোমান বলেন, না বুঝেই ভুল চিকিৎসাসহ নানা অজুহাতে গত এক বছরে জেলায় অন্তত অর্ধশত হাসপাতালে ভাঙচুর, নার্স ও চিকিৎসক হয়রানির ঘটনা ঘটেছে। যা পুরোটাই অনাকাঙ্ক্ষিত।
এসব ঘটনা এড়াতে স্বাস্থ্য সেবায় নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, চিকিৎসক ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা প্রদান, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার ও হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা এবং তথ্যনির্ভর সংবাদ পরিবেশন করাসহ মোট পাঁচটি দাবি জানান মানববন্ধনকারীরা। পরে তাঁরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি প্রদান এবং নরসিংদী প্রেস ক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন করেন।
ভবিষ্যতে এসব হামলা ভাঙচুরসহ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে নরসিংদীসহ সারা দেশে চিকিৎসাসেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন সমিতির নেতারা।