সংবাদ সম্মেলনে শিবপুর পৌরসভা বিএনপির সভাপতি এডভোকেট মাহমুদুল হাসান বাবুল বলেন, গত ২৫ সেপ্টেম্বর দৈনিক সমকাল পত্রিকায় ” পুলিশের চোখে পলাতক আসামি বিএনপি নেতার সভায় হাজির” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। যাহা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
প্রকৃত পক্ষে আমি ২৩ সেপ্টেম্বর থেকে জামিনে আছি। জামিনের কপি ২৪ সেপ্টেম্বর সকালে শিবপুর মডেল থানায় জমা দিয়েছি। অথচ থানার ওসি আফজাল হোসাইন সাংবাদিকের কাছে বলেছেন আমি পলাতক। ওসির এই দায়িত্বহীন বক্তব্যে আমি হতাশ হয়েছি।
তিনি এবং সমকালের প্রতিনিধি উদ্দেশ্য প্রণোদিত ভাবে এবং অনৈতিক সুবিধা নিয়ে এই মিথ্যা সংবাদ প্রকাশ করেছেন। আমি জামিনে আছি বলেই জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহীর পূজা মন্ডপে অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলাম।
উল্লেখ্য গত ২১ সেপ্টেম্বর বিলশরন এলাকায় একটি সালিশে আমি আইনজীবি হিসেবে উপস্থিত ছিলাম। সেখানে দু’পক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে। যাহা আমি ওসি আফজাল হোসাইনকে অবগত করি। অথচ ওসি অনৈতিক সুবিধা নিয়ে আমার বিরুদ্ধে মামলা দিয়েছেন। আমি সমকালে প্রকাশিত ও ওসির মিথ্যা বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিনিয়র সহ সভাপতি শহিদুল ইসলাম শাহীন প্রমুখ।