ইংল্যান্ডে ফেরাটা স্মরণীয় করে রাখলেন মার্কাস রাশফোর্ড। বার্সেলোনার জার্সিতে প্রথমবার জালের দেখা পাওয়ার ম্যাচেই জোড়া গোল করলেন ইংলিশ ফরোয়ার্ড। তার দারুণ নৈপুণ্যে নিউক্যাসল ইউনাইটেডের মাঠে জয় দিয়ে চ্যাম্পিয়নস লিগ অভিযান শুরু করেছে হান্সি ফ্লিকের দল।
সেন্ট জেমস পার্কে বৃহস্পতিবার রাতে স্প্যানিশ চ্যাম্পিয়নরা ২-১ গোলে হারিয়েছে স্বাগতিকদের।
চোটের কারণে উদীয়মান তারকা লামিনে ইয়ামালকে ছাড়াই খেলতে নামে বার্সেলোনা। বল দখলে ৬৫ শতাংশ আধিপত্য আর ১৯টি শটের মধ্যে পাঁচটি লক্ষ্যে রেখেছিল তারা। অন্যদিকে নিউক্যাসল ১০টি শট নিয়ে ছয়টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।
ম্যাচের শুরু থেকেই দুই দল তৈরি করছিল আক্রমণ-পাল্টা আক্রমণ। নবম মিনিটে প্রথম বড় সুযোগ পায় নিউক্যাসল। হার্ভে বার্নসের শট ঠেকান বার্সেলোনার স্প্যানিশ গোলরক্ষক হোয়ান গার্সিয়া। ২৪তম মিনিটেও একইভাবে বার্নসকে রুখে দেন তিনি।
প্রথমার্ধে কোনো গোল হয়নি। বিরতির পর ৫৮তম মিনিটে জুল কুন্দের ক্রসে দুর্দান্ত হেডে বল জালে পাঠান রাশফোর্ড। বার্সার জার্সিতে নিজ দেশের মাটিতে এটাই তার প্রথম গোল। গ্যালারিতে বসে তা দেখেছেন ইংল্যান্ড জাতীয় দলের কোচ টমাস টুখেল।
৬৭তম মিনিটে দর্শনীয় গোলে ব্যবধান দ্বিগুণ করেন রাশফোর্ড। প্রতিপক্ষের পা থেকে বল কাড়ার পর এক ডিফেন্ডারকে কাটিয়ে দূরপাল্লার শটে জালে পাঠান তিনি।
বল পোস্টে লেগে জালে জড়ালে উল্লাসে ফেটে পড়ে বার্সা সমর্থকরা।
শেষ মুহূর্তে নিউক্যাসল ব্যবধান কমায়। ৯০তম মিনিটে জ্যাকব মার্ফির পাস থেকে গোল করেন গর্ডন। তবে ম্যাচে ফিরতে পারেনি স্বাগতিকরা। যোগ করা সময়ের শেষ দিকে দানি ওলমোর শট কর্নারে ঠেকিয়ে দেন নিউক্যাসলের গোলরক্ষক।