• সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন
  • |
  • |
Headline :
কর্মরত প্রতিনিধি না রেখে চূড়ান্ত হচ্ছে পুলিশ কমিশন স্বাধীনতা বিরোধী অপশক্তি’রা নির্বাচন পেছানোর চেষ্টা করছে -বিএনপি নেতা সেলিমুজ্জামান টাইফয়েড টিকাদানে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে “TCV Vaccination Campaign 2025” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি কর্তৃক বিপুল পরিমান চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য আটক নীলফামারীতে ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো দিয়ে প্রায় ১৫ হাজার মানুষের চলাচল নদী দখল-দূষণকারীদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি নদীকর্মী ও বিশেষজ্ঞদের গুইমারায় শিম চাষে ভিডিপি সদস্যদের ভাগ্যবদল ইলিশ কেনাবেচায় সরগরম চাঁদপুরের মাছঘাট ক্ষেতলালে করলা চাষে সফলতা, লাভ বাড়ছে কৃষকের পাবনায় বাঁশবোঝাই ট্রাক উল্টে দুই শিশু শিক্ষার্থীসহ নিহত তিন

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে সুপার ফোর শুরু, দেখুন পূর্ণাঙ্গ সূচি

স্পোটর্স ডেস্ক / ৪৩ Time View
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে সুপার ফোর শুরু, দেখুন পূর্ণাঙ্গ সূচি
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে সুপার ফোর শুরু, দেখুন পূর্ণাঙ্গ সূচি

চলমান এশিয়া কাপের গ্রুপপর্ব শেষ হবে আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর)। এরপর কোনো বিরতি ছাড়াই আগামীকাল (২০ সেপ্টেম্বর) শনিবার থেকে শেষ চারের লড়াই শুরু হবে। ইতোমধ্যে নিশ্চিত হয়েছে সুপার ফোরের চার দল। ‘বি’গ্রুপ থেকে কোন দুটি দল পরবর্তী রাউন্ডে খেলবে তা জানতে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। যেখানে হেরে বিদায় নিশ্চিত করেছে আফগানরা। আফগানদের বিদায়ের পাশাপাশি ‘বি’গ্রুপ থেকে শ্রীলঙ্কা ও বাংলাদেশ সুপার ফোরে পা রাখে। এর আগেরদিনই নিশ্চিত হয়ে যায় ‘এ’গ্রুপ থেকে পরের রাউন্ডে ওঠা দল। সেখানে অবশ্য খুব একটা লড়াই জমেনি। ভারতের পর শেষ চারে ওঠা পাকিস্তান যদিও কিছুটা ভুগেছে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।

ওমানের বিপক্ষে আজ শেষ ম্যাচ খেলবে ভারত। খুব অকল্পনীয় কিছু না ঘটলে এই ম্যাচের ফল কী হবে তা বলাই বাহুল্য। আগের দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট পাওয়া সূর্যকুমার যাদবদের নেট রানরেটও অনেক বেশি (৪.৭৯৩)। একই গ্রুপে পাকিস্তান হেরেছে কেবল চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে। ওমান ও আমিরাতকে হারিয়ে ৪ পয়েন্ট ও ১.৭৯০ নেট রানরেট নিয়ে সালমান আলি আগার দল দুইয়ে রয়েছে। ওমান দুই ম্যাচই হারায় তাদের আর কোনো সুযোগ নেই, ৩ ম্যাচ খেলে আমিরাত হেরেছে দুটিতে।

‘বি’ গ্রুপে অপরাজেয় থেকেই প্রথম পর্ব শেষ করেছে গত এশিয়া কাপের রানার্সআপ শ্রীলঙ্কা। ৩ ম্যাচে তারা যথাক্রমে হংকং, বাংলাদেশ ও আফগানিস্তানকে হারিয়েছে। গতকালের ম্যাচের ওপর নির্ধারিত হয়েছে পুরো গ্রুপটির ভাগ্য। যেখানে আগে ব্যাট করতে নেমে রশিদ খানের দল ৮ উইকেটে ১৬৯ রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়ে। কিন্তু কুশল মেন্ডিসদের কার্যকর ব্যাটিংয়ে ৮ বল এবং ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে লঙ্কানরা। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটির পয়েন্ট পূর্ণ ৬।

বাংলাদেশকে অবশ্য এদিন সমীকরণ মেলাতে লঙ্কানদের দিকে তাকিয়ে থাকতে হয়েছিল। তাদের জয়টাই ছিল তাদের সুপার ফোরে ওঠার সবচেয়ে সহজ হিসাব। নেট রানরেটে পিছিয়ে থাকলেও দুই ম্যাচ জিতে বাংলাদেশ আগেই ৪ পয়েন্ট আদায় করে নেয়। আফগানরা এর আগে লিটন-মুস্তাফিজদের বিপক্ষেও হেরেছে। ৩ ম্যাচে স্রেফ এক জয়ে ২ পয়েন্ট নিয়ে ধরেছে বাড়ির পথ। গ্রুপের আরেক দল হংকং ৩ ম্যাচের কোনোটিতেই জিততে পারেনি।

সুপার ফোরের সূচি:-


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category