পরে তার চিৎকার শুনে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
স্থানীয় সূত্র জানায়, কবরটি স্থানীয় বাসিন্দা ক্বারী সিরাজুল ইসলামের। প্রায় এক বছর আগে মারা যান তিনি। এ ঘটনায় মরহুমের পরিবার ও এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে।
মরহুমের দুই প্রতিবেশী মুজিবুর রহমান ও মোজাম্মেল হক বাচ্চু জানান, সিরাজুল ইসলাম একজন সৎ ও শ্রদ্ধেয় মানুষ ছিলেন। তার কবরের এ ধরনের ঘটনার কোনো যৌক্তিক ব্যাখ্যা তারা খুঁজে পাচ্ছেন না।
নান্দাইলে কবরস্থানে রহস্যজনক আগুন, এলাকাবাসীর উদ্বেগ
মরহুমের ছোট ছেলে জাকারিয়া বলেন, ‘ভোরে দাদার চিৎকার শুনে বাইরে গিয়ে দেখি বাবার কবরে আগুন জ্বলছে। এতে কবরটির চারপাশের বেড়া পুড়ে গেছে।
’
এদিকে ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, এটি একটি পূর্বপরিকল্পিত নিন্দনীয় কাজ হতে পারে। তারা অবিলম্বে ঘটনার সঠিক তদন্ত এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।