ব্রিজটির পাশেই ওয়াবদার হাট বাজার। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের সমাগম থাকে বাজারটিতে। এপ্রোচ সড়কের মাঝে বড় আকারের গর্ত সৃষ্টি হওয়ায় ব্রিজের উপর দিয়ে ট্রাক, পিকআপ, নসিমন, মাহিন্দ্র চলাচল বন্ধ থাকায় ক্রেতা-বিক্রেতারা সীমাহীন দূর্ভোগে পড়েছেন। অন্যদিকে ব্রিজ দিয়ে মালবাহী পরিবহন চলাচল করতে না পারায় নির্মাণ সামগ্রী আনা নেওয়া করতে পারছে না এলাকাবাসী।
কোটালীপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মহিন বলেন, ব্রিজের উত্তরপাশে এপ্রোচ সড়কের দুই পাশে নিচ থেকে মাটি সরে যাওয়ায় সড়কের মাঝখানে গভীর খানাখন্দ দেখা দিয়েছে। যে কারনে দূর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত। বিশেষ করে রাতের বেলা প্রায়ই গর্তে পড়ে ভ্যান উল্টে দুর্ঘটনা ঘটছে। স্থানীয় ইউপি সদস্য হান্নান মিয়া সেন্টু বলেন, সড়কটি মেরামতের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিতভাবে আবেদন করা হয়েছে। জনস্বার্থে দ্রুত মেরামত করা প্রয়োজন।
উপজেলা নির্বাহী অফিসার (চঃ দাঃ) মো: মাসুম বিল্লাহ বলেন, ব্রিজটি এপ্রোচ সড়কটি সংস্কারের জন্য একটি আবেদন পেয়েছি। উপজেলা এলজিইডি দপ্তরকে সংস্কারকাজটি দ্রুত করার নির্দেশনা দেওয়া হয়েছে। আশাকরছি দ্রুত এই সমস্যার সমাধান হবে।