ঈদ পরবর্তী সময়ে ঢাকার অভিমুখে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেবার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মোট নয়টি প্রতিষ্ঠানের নিকট থেকে ৫৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
দীর্ঘ ঈদের ছুটি শেষে গাড়ি ভাড়া নিয়ে ভোগান্তি বিষয়ে নানা অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি এই অভিযানে নেতৃত্ব দেন।
বি আর টি এ এর সহকারী ইনেস্পেক্টর সুজন রাজবংশী সহ সেনাবাহিনী ও র্যাব এর যৌথ বাহিনীর সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
আজ সকাল ৮ টা হতে পরিচালিত অভিযানে দেখা মাছরাঙা ট্রাভেলস টিকিটে মুল্য না লিখে প্রতারনা করায় ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়,সরকার ট্রাভেলস ঢাকা নারায়ংঞ্জ মুল্য তালিকা না রাখায় ২ হাজার,কিংস ট্রাভেলস মুল্য ভাড়া ৬৩০ থেকে ২০ টাকা বেশি ও বকসিস নেবায় দশ হাজার টাকা, দুটি সিনজি বেড়া ও কাজিরহাটগামী ঈদ উপলক্ষে বেশি নেবায় ৪ হাজার টাকা জরিমানা, মহানগর ও রিলাক্স পরিবহন মুল্য তালিকা বাসে না রাখায় ৪ হাজার টাকা জরিমানা, এছাড়া জালালপুর বাচ্ছিপাড়া কাউন্টারে ৬৩০ টাকার ভাড়া ৭০০ টাকা রাখার দুটি কাউন্টারে ২০ হাজার টাকা সহ মোট ৭ টি ট্রাভেলস ও দুটি সি এন জি কে ৫৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়াও এসি ডাবল ডেকার গাড়িতে এই ভাড়া এক হাজার তিন শত থেকে পনেরো শত টাকা ভাড়া রাখা হয়েছে বলে জানায় উপস্থিত যাত্রী বৃন্দ।
এ সময় পাবনা থেকে কাশিনাথপুর সিএনজি ভাড়া ১৫০ টাকা থেকে ২০০ টাকা নেওয়ায় দুটি সিএনজির কাছ থেকে ২০০০ করে জরিমানা আদায় করা হয়।
যাত্রীদের ভোগান্তি কমাতে শুরু হয় এই অভিযানে
যাত্রীদের ভাড়া নিয়ে এই নয় ছয় যেন আর না হয় এ বিষয়ে প্রশাসন কঠোর হস্তে বিষয়টি দমন করবে বলে জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।
বাগচি পাড়া বানান ভুল হয়েছে.?
ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ