ফরিদপুরে
দুই শিক্ষার্থী হলেন জিয়ারুল ইসলাম (৮) পিতা- রজব মন্ডল, জমিরন (৭) পিতা- মাকছেদুল মন্ডল গ্রাম- খাগরবাড়ীয়া, ফরিদপুর, পাবনা। উভয়ই আপন চাচাতো ভাই বোন এবং খাগরবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
জিয়ারুল ও জমিরন দুই জন খেলা করতে করতে সকলের চোখের আঁড়ালে বাড়ির সামনে খালের উপর নির্মিত সাঁকোর উপর চলে যায়। একপর্যায়ে সাঁকো থেকে সকলের অজান্তে পরে মরে পানির উপর ভেসে উঠে।
প্রথমে বাবু প্রামানিকের চোখে পরে তারা উভয়ই ঠিক মত সাঁতার না জানায় খালের পানিতে তলিয়ে যায় এবং মরে পানিতে ভেসে উঠে প্রথমে বাবু প্রামানিকের চোখে পরে তারপর তাদেরকে উদ্ধার করে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে তাদেরকে মৃত ঘোষণা করে।
দুই আপন চাচাতো ভাই বোন প্রথম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। থানায় একটি ইউ, ডি মামলা হয়েছে।