• শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১২:২১ অপরাহ্ন
  • |
  • |

পাবনায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি / ৭ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
পাবনা
পাবনা

পাবনায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত

সারাদেশে সাংগঠনিক তৎপরতা জোরদার করতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শুক্রবার (২৯ আগস্ট) পাবনায় মতবিনিময় সভায় অংশ নেন। শহরের ঐতিহ্যবাহী বনমালী শিল্পকলা কেন্দ্রে বেলা ১১টা থেকে শুরু হওয়া এ সভা ঘিরে জেলার বিভিন্ন উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড শাখার সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ইয়ামিন খান এবং সঞ্চালনা করেন জেলা কমিটির সদস্য সচিব কোমল শেখ টিটু। প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন এবং সহ-সাংগঠনিক সম্পাদক নয়ন।

আলোচনায় নেতৃবৃন্দ জেলা ও তৃণমূল পর্যায়ের সাংগঠনিক অবস্থা খতিয়ে দেখেন। সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়—

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত

সভায় অনুপস্থিত নেতৃবৃন্দকে শোকজ নোটিশ প্রদান।

যেখানে কমিটি নেই সেখানে দ্রুত নতুন কমিটি গঠন।

নিষ্ক্রিয় কমিটিকে সংশোধন বা পরিবর্তনের উদ্যোগ।

সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়ন।

আওয়ামী দোসর বা বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্ত না করা।

স্বৈরাচারবিরোধী আন্দোলন ও রাজপথে সক্রিয় ভূমিকা রাখা নেতাদের যথাযথ মূল্যায়ন।

 

আরো পড়ুন: দেশের মানুষ পেশিশক্তির রাজনীতি আর দেখতে চায় না : তাসনিম জারা

সভায় বক্তারা সংগঠনকে আরও শৃঙ্খলিত ও গতিশীল করতে স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং প্রকাশ্য রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের প্যানেলকে সমর্থন দিতে পরিচিত ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে আন্দোলন, প্রচার-প্রচারণা এবং ভোট কেন্দ্রভিত্তিক উপকমিটি গঠন প্রক্রিয়ায় তৎপরতা জোরদার করার নির্দেশ দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এ সময় জেলা ও উপজেলার নেতাকর্মীরা নিজেদের মতামত তুলে ধরেন এবং সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category