পাবনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর হত্যার অভিযোগ
পাবনা সদরের দক্ষিণ রাঘব পুর অনন্ত বাজার হরিজন কলোনির সংলগ্ন আরাফাত ইসলাম নূর নামে এক কিশোর কে হত্যা করা হয়েছে । নিহত আরাফাত অনন্ত ইমাম গাজ্জালী স্কুলের পেছোনে ব্যবসায়ী ওমর ফারুকের ছেলে।
ঘটনার বিবরণে জানা যায় এলাকায় মাদক ব্যবসায়ের আধিপত্য নিয়ে আরাফাত এর সাথে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মামলার আসামী দোগাছী ইউনিয়ন এর সাত নং ওয়ার্ডের মেম্বর শহীদের সাথে দীর্ঘদিন ঝামেলা চলে আসছিলো।
গত রমজান মাসের মাঝামাঝি ঝমেলা নিরসনে শহীদ মেম্বর সবাইকে ডেকে বৈঠকের মাধ্যমে মিমাংসা করেন। হঠাৎ গতকাল রাত দশটার দিকে আরাফাত বন্ধুদের সাথে কলোনি এলাকায় গেলে আগে থেকে ওৎপেতে থাকা মানিক,উজ্জল, রবি মেম্বর সহ অজ্ঞাত বেশ কয়েকজন সন্ত্রাসী পথরোধ করে এবং আরাফাত এর সাথে থাকা চারজন বন্ধুকে কলোনির ভেতরে আটকে রেখে আরাফাতকে বিভিন্ন অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে অন্ডকোষ, হাত পা সহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে ফেলে রাখে। আরাফাতের চিৎকারে আশেপাশের মানুষ উদ্ধার করতে এগিয়ে এলে তাদের বাঁধা প্রদান করলে, তাৎক্ষণিক তারা ফোনের মাধ্যমে আরাফাত এর বাবাকে জানালে তিনি এসে ছেলেকে আহতাবস্থায় রিক্সাযোগে পাবনা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নিহত আরাফাত এর বাবা ওমর ফারুকের সাথে কথা বললে তিনি বলেন এই শহীদ মেম্বর ও তার জামাই দীর্ঘদিন এলাকায় মাদক ব্যবসা করে আসছে তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ড সহ বিভিন্ন মামলা আছে পূর্বে তারা আওয়ামী লীগ এর প্রভাব খাঁটিয়ে অবৈধ কার্যক্রম এর সাথে জরিত ছিলো পাঁচই আগস্টের পর এরা আবার অন্যদলের নাম ভাঙিয়ে এসব অন্যায় করে আসছে। আমার ছেলেকে ওরা অন্যায়ভাবে হত্যা করেছে আমি প্রশাসন এর নিকট বিচার চাই।
পাবনা সদর থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এলাকার আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে এই হত্যাকান্ড হয়েছে এখনো কোন অভিযোগ পায়নি অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করবো। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।