• শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১২:১৮ অপরাহ্ন
  • |
  • |

বিএনপি নেতা হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতার বস্তাবন্দী মরদেহ উদ্ধার

Reporter Name / ২৩ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
বিএনপি নেতা হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতার বস্তাবন্দী মরদেহ উদ্ধার
বিএনপি নেতা হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতার বস্তাবন্দী মরদেহ উদ্ধার

শরীয়তপুরের জাজিরায় মসজিদের মাইকের আজানে ঘুমের ব্যাঘাত হচ্ছে অভিযোগ তুলে ইমামকে হুমকির প্রতিবাদ করায় বিএনপি নেতা খবির সরদার হত্যা মামলার আসামি বড় কান্দি ইউনিয়ন ছাত্রলীগ নেতা আলমাস সরদারের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার বড়কান্দি ইউনিয়নের উমরদি মাদবরকান্দি এলাকা থেকে মাটিচাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করে জাজিরা থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, একটি পরিত্যক্ত বাড়ির পাশ থেকে পচা গন্ধ বের হলে মাটি খুঁড়ে বস্তাবন্দী মরদেহ দেখতে পান স্থানীয়রা। থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে আলমাসের স্বজনের এসে মরদেহটি শনাক্ত করেন।

জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইনুল ইসলাম বলেন, বিএনপি নেতা খবির সরদার হত্যা মামলার প্রধান আসামি আলমাস সরদারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’

এর আগে, গত বুধবার ২৬ আগষ্ট রাতে মসজিদের মাইকের আজানে ঘুমের ব্যাঘাত হচ্ছে অভিযোগ তুলে ইমামকে হুমকি দেওয়ার অভিযোগ উঠে আলমাসের বিরুদ্ধে। এর প্রতিবাদ করায় বড় কান্দি ইউনিয়ন বিএনপি নেতা খবির সরদারকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠে।

নিহত খবির সরদার বড়কান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। এ ঘটনায় নিহতের ভাই দানেশ সরদার বাদী হয়ে আলমাসসহ ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০ থেকে ২৫ জনকে আসামি করে জাজিরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

One response to “বিএনপি নেতা হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতার বস্তাবন্দী মরদেহ উদ্ধার”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category