• শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১২:১৯ অপরাহ্ন
  • |
  • |

কোটালীপাড়া পৌর কিচেন মার্কেট সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন করলেন ডিসি মুহম্মদ কামরুজ্জামান 

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ  / ৪৭ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
কোটালীপাড়া পৌর কিচেন মার্কেট সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন করলেন ডিসি মুহম্মদ কামরুজ্জামান 
কোটালীপাড়া পৌর কিচেন মার্কেট সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন করলেন ডিসি মুহম্মদ কামরুজ্জামান 

গোপালগঞ্জের কোটালীপাড়া পৌর কিচেন মার্কেটের রোড সাইডের টিন শেড সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে তিনি দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে সম্প্রসারণ এ কাজের শুভ উদ্বোধন করেন।
এ সময় কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) ও পৌর প্রশাসক মোঃ মাসুম বিল্লাহ, পৌর সচিব পীযুষ কান্তি বিশ্বাস, সহকারী প্রকৌশলী রাজীব ভক্ত, উপ-সহকারী প্রকৌশলী মোঃ মাজহারুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান কোটালীপাড়া পৌর সভায় পৌঁছালে সেখানে তাকে পৌর প্রশাসক মোঃ মাসুম বিল্লাহ সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।
এর আগে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান সকালে কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়ন পরিষদ কার্যালয় ও আমতলী ইউনিয়ন ভূমি অফিস, শাহান রশিদ বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে কোটালীপাড়া পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন এবং কোটালীপাড়া সদর পৌর ভূমি অফিস পরিদর্শন করেন।
এসময় পৌর ভূমি সহকারী কর্মকর্তা (তহশীলদার) এস এম রকিব উদ্দিন সহ পৌর ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে জেলা প্রশাসক পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
পরে জেলা প্রশাসক কোটালীপাড়া উপজেলার পশ্চিমপাড় জিরো পয়েন্টে কোটালীপাড়া পৌরসভার বাস্তবায়নে সদ্য নির্মিত যাত্রী ছাউনীর উদ্বোধন করেন এরপর তিনি কোটালীপাড়া উপজেলা পরিষদের সৌন্দর্য বর্ধন কাজের  উদ্বোধন করেন এবং সেখানে একটি গাছের চারা রোপন করেন।
এর পর উপজেলা পরিষদের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান কোটালীপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থ বছরে ১৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায়
বিনা মূল্যে মাসকলাই ডাল, পাটের বীজ, সার ও লেবুর চারা বিতরণ করেন।
কোটালীপাড়া পৌর কিচেন মার্কেট সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন করলেন ডিসি মুহম্মদ কামরুজ্জামান 

কোটালীপাড়া পৌর কিচেন মার্কেট সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন করলেন ডিসি মুহম্মদ কামরুজ্জামান

তারপরে জেলা প্রশাসক উপজেলা পরিষদের হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোটালীপাড়া উপজেলায় দরিদ্র, অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ সামাজিক জীবন মানোন্নয়নে ৪৫ জনের মাঝে মোট ২১লক্ষ ৫০ হাজার টাকার সুদমুক্ত ক্ষুদ্রঋণের চেক বিতরণ করেন।
এ সময় কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান শুভ সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তকরণ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

One response to “কোটালীপাড়া পৌর কিচেন মার্কেট সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন করলেন ডিসি মুহম্মদ কামরুজ্জামান ”

  1. […] চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে আসছে কোটালীপাড়া পৌর কিচেন মার্কেট সম্প্র… নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ নেই […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category