• শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন
  • |
  • |

ক্ষমা চাইলেন ডিএমপি কমিশনার, শিক্ষার্থীদের ‘ভুয়া-ভুয়া’ স্লোগান

স্পষ্টবাদী ডেস্ক / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
ক্ষমা চাইলেন ডিএমপি কমিশনার, শিক্ষার্থীদের ‘ভুয়া-ভুয়া’ স্লোগান
ক্ষমা চাইলেন ডিএমপি কমিশনার, শিক্ষার্থীদের ‘ভুয়া-ভুয়া’ স্লোগান

সরকারে চাকরিতে প্রকৌশলী কোটার নিয়ে সৃষ্টি শিক্ষার্থীদের আন্দোলন পুলিশের হামলার ঘটনায় ক্ষমা চেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (২৭ আগস্ট) রাত ১০টার দিকে শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করতে এসে ক্ষমা চান তিনি। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা ‘ভুয়া-ভুয়া’ স্লোগান দিতে থাকেন।

ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া—এই ৩ দফা দাবিতে গতকাল পাঁচ ঘণ্টা শাহবাগ অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা।

আজ তাদের পূর্বঘোষিত কর্মসূচি হলো ‘লং মার্চ টু ঢাকা’।
এর অংশ হিসেবে সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা শাহবাগের মূল সড়কে অবস্থান নেন। এতে বন্ধ হয়ে যায় শাহবাগ ও আশপাশের সড়ক।

দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীরা যমুনা অভিমুখে রওনা দেন।

আরও পড়ুন: দীর্ঘস্থায়ী গণতন্ত্রের পথে যেতে তত্ত্বাবধায়ক সরকারে ফিরতে চাই: অ্যাটর্নি জেনারেল

 

তারা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড় পেরোনোর চেষ্টা করেন। তখন পুলিশ তাদের বাধা দেয়।
পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ লাঠিচার্জ করে।

একপর্যায়ে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান।
আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, পুলিশের হামলায় ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। অন্যদিকে পুলিশের দাবি, পুলিশকে লক্ষ্য করে শিক্ষার্থীরা ইটপাটকেল ছোড়েন। এ ঘটনায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন।

Youtube Channel

পরে বুধবার সন্ধ্যা ৭টা নাগাদ রাজধানীর রেলভবনে আন্দোলনরত শিক্ষার্থীদের ১১ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার বৈঠক হয়।

প্রায় ১ ঘণ্টার বৈঠক শেষ হয় কোনো সমাধান ছাড়াই।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বৈঠকে উপস্থিত ছিলেন।

আগামীকাল বৃহস্পতিবার শিক্ষার্থীদের পাশাপাশি বৈঠক হবে অংশীজন শিক্ষক এবং অন্য প্রকৌশলীদের সঙ্গে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category