নানা চড়াই উৎরাই পেরিয়ে গত ০৩ মে ২৫ পাবনা শহর অংশে পাঁচ কিলোমিটারব্যাপী ইছামতী নদী খনন কাজ শুরু হয়। সেদিন সকালে শহরের লাইব্রেরী বাজার পুরাতন ব্রীজের পাশে খনন কাজ উদ্বোধন করেন জেলা প্রশাসক মফিজুল ইসলাম। এ কাজ শুরু হওয়ায় উচ্ছ্বসিত ছিলো পাবনাবাসী। তাদের প্রত্যাশা, আবার আগের স্রোতস্বীনি ইছামতী নদী হবে।
নদীপাড়ে সৌন্দর্য বৃদ্ধি পাবে। প্রাণ ফিরবে নদী ও মানুষের। আইনি জটিলতায় থমকে গেছে সেই কাজ। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঠিকাদার প্রতিষ্ঠান আহাদ বিল্ডার্সের এই কাজ থেমে যাওয়ায় ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার আয়োজনে সকল আইনি জটিলতা নিরসনে ও শহর অংশের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং খনন কাজকে বেগবান করার জন্য এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার ২৬ আগস্ট সকাল দশটায় ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি , ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ ( অব.) আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস,
সংগঠনের সভাপতি সহকারী অধ্যাপক এস এম মাহবুব আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী পূর্ণিমা ইসলাম ও জেলা যুবদলের সভাপতি ইলিয়াস আহমেদ হিমেল রানা।
ইছামতি নদীর আইনি জটিলতা নিরসন করে খনন কাজকে বেগবান করতে মানববন্ধন
মানববন্ধনে আরোও বক্তব্য দেন সামসুল হুদা ডিগ্রি কলেজের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম বাবু, শহীদ সাধন সংগীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মনিরা পারভীন, ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সাংগঠনিক সম্পাদক বেলার নেটওয়ার্ক সদস্য ড. মনছুর আলম ও যুগ্ম সম্পাদক বেলার নেটওয়ার্ক সদস্য শফিক আল কামাল, কৃষিবিদ জাফর সাদেক, সিটি কলেজ পাবনার সহকারী অধ্যাপক শামসুন্নাহার বর্ণা, এমএস ফুডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম ফারুক ,পাবনা আদর্শ বালিকা হাই স্কুলের প্রধান শিক্ষক ওয়াহিদুর রহমান, শহীদ আহমদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা খাতুন, সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী, পাবনা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, দৈনিক স্পস্টবাদীর সহযোগী সম্পাদক শিশির ইসলাম, আজকের দর্পণ প্রতিনিধি জুবায়ের খান প্রিন্স, ইসলামীয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, অনলাইন পোর্টাল সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ, ইছামতি থিয়েটারের পরিচালক ভাস্কর চৌধুরী, কবিতা সংসদ পাবনার সভাপতি কবি মানিক মজুমদার, হৃদয়ে পাবনার সভাপতি আর কে আকাশ, কবি ও ছড়াকার মহসীন আলী, ফয়সাল মাহমুদ পল্লব, আদর্শ গার্লস হাই স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী সাথী খাতুন প্রমুখ।
এছাড়াও পাবনা আদর্শ হাই স্কুলের ৬ শতাধিক শিক্ষার্থী সহ সকল দল ও শ্রেণী পেশার সহস্রাধিক মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ মানববন্ধনে অংশ নেয়।