• শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১২:১৮ অপরাহ্ন
  • |
  • |

পাবনায় ট্রিপল মার্ডারের ঘটনায় একজনের মৃত্যুদন্ড

শিশির ইসলাম / ২৯ Time View
Update : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
পাবনায় ট্রিপল মার্ডারের ঘটনায় একজনের মৃত্যুদন্ড

পাবনায় আলোচিত অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুল জব্বার(৬০) ও তার স্ত্রী ছুম্মা খাতুন(৫০) এবং পালিত কন্যা সানজিদা ওরফে জয়া (১২) হত্যা মামলার রায়ে সন্তানের মত স্নেহতুল্য ও পাবনা ফায়ার সার্ভিস মসজিদের পেশ ঈমাম তানভীর হোসেনকে মৃত্যদন্ডাদেশ দিয়েছেন আদালত।

সেই সঙ্গে ৫০ হাজার টাকা এবং চুরির অপরাধে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়। সোমবার দুপুরে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো: তানবীর আহমেদ
এরপর দীর্ঘ তদন্ত শেষে ২৫ আগষ্ট সোমবার দুপুরে শুনানি শেষে আদালত এ রায় ঘোষণা করেন। রায়ের সময় রাষ্ট্রীয় পক্ষের আইনজীবী থাকলেও আসামী পক্ষের কোন আইনজীবী ছিলেন না।
গত ২০২০ সালের ৩১ মে এই ট্রিপুল মার্ডারের ঘটনা ঘটে।
দন্ডপ্রাপ্ত তানভীর নওগাঁ জেলার হরিপুর পূর্বপাড়া গ্রামের হাতেম আলী সরদারের ছেলে।
আদালতের পাবলিক প্রসিকিউটার (পিপি) এডভোকেট গোলাম সরোয়ার খান জুয়েল এই রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুল জব্বার ও তার স্ত্রী ছুম্মা খাতুন এবং পালিত কন্যা সানজিদা ওরফে জয়া শহরে দিলালপুর এলাকায় একটি বাসা ভাড়া করে থাকতেন। সেখানে তাদের সঙ্গে পরিচয় হয় তানভীর হোসেনের। সে পাশেই চাউলের ব্যবসা করতেন। এক পর্যায়ে আব্দুল জব্বার এর পরিবারের সদস্যদের সঙ্গে তানভীরের ভালো সম্পর্ক গড়ে ওঠে। তানভীরকে তারা সন্তানের মত স্নেহ করতে থাকেন এবং ব্যাংক লেনদেনসহ পরিবারের নানা কাজ কামে তানভীর তাদের সহযোগিতা করতেন। এরই মধ্যে গত ২০২০ সালের ৩১ মে গভীর রাতে টাকা পয়সা ও স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যেই তানভীর তার পালক বাবা, মা ও বোনকে ধারালো অস্ত্রের সাহায়্যে নৃশংসভাবে হত্যা করে। পরে টাকা ও স্বর্ণ অলংকার চুরি করে নিয়ে পালিয়ে যায়। তথ্য প্রযুক্তির মাধ্যমে পুলিশ নওগাঁ থেকে তানভীরকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category