• শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১২:২৪ অপরাহ্ন
  • |
  • |

৩৫ বছর পর হচ্ছে চাকসু নির্বাচন, তফসিল বৃহস্পতিবার

স্পষ্টবাদী ডেস্ক / ৩৩ Time View
Update : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
৩৫ বছর পর হচ্ছে চাকসু নির্বাচন, তফসিল বৃহস্পতিবার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে আগামী বৃহস্পতিবার (২৮ আগস্ট)। রবিবার (২৪ আগস্ট) দুপুরে বিশ্বিবদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো.কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চাকসু নির্বাচনের সব প্রস্তুতি প্রায় শেষের দিকে। বাকি কাজও দু-এক দিনের মধ্যে সম্পন্ন হবে।

তার পরই প্রকাশ করা হবে নির্বাচনী আচরণবিধি। চাকসু ভবনের দ্বিতীয় তলায় নির্বাচন কমিশনের কার্যালয় স্থাপন করা হবে।
তিনি বলেন, ‘পূর্ণাঙ্গ ভোটার তালিকা করতে কমিটি কাজ চলছে। তাও প্রায় শেষের দিকে।

প্রশাসনের পক্ষ থেকে একটি সমন্বয় সভা শেষে এ সপ্তাহের শেষের দিকে তফসিল ঘোষণা করা হবে। শিক্ষার্থীদের দীর্ঘ ৩৪ বছরের প্রত্যাশার এই নির্বাচন। আমরা এটি আয়োজনে বদ্ধপরিকর।
চাকসু নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন অধ্যাপক ড. মনির উদ্দিন।

কমিটির সদস্য সচিব হিসেবে জায়গা অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী। তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।
উল্লেখ্য, ১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম চাকসু নির্বাচন হয় ১৯৭০ সালে। প্রতি শিক্ষাবর্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হয়নি। এখন পর্যন্ত মাত্র ৬ বার নির্বাচনের আয়োজন করতে পেরেছে কর্তৃপক্ষ।

সর্বশেষ নির্বাচন হয় ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। এরপর ছাত্রসংগঠনগুলোর মুখোমুখি অবস্থান, কয়েক দফা সংঘর্ষ ও উপযুক্ত পরিবেশ না পাওয়ায় আর এ নির্বাচন অনুষ্ঠিত হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category