শনিবার বিকেলে সাভার পৌর এলাকার রাজাবাড়ি গেন্ডা মহল্লায় এ মসজিদ কমপ্লেক্সের শুভ উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বকর সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোঃ সাখাওয়াত হুসাইন, মুহাঃ তাসলিম সরকার, খায়রুল হাসান মোল্লা,মাহমুদুল হাসান বাদল সহ স্থানীয় পযার্য়ের মুসুল্লিগন অএ এলাকাবাসী।
জমি দাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানটি পরিচালিত হয়।
এসময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বকর সরকার বলেন,এই পৌরসভায় এই মসজিদটির শুভ উদ্বোধন করলাম।অএ এলাকায় এই মসজিদটি হওয়ার ফলে মুসুল্লিগন নামাজ পড়তে পাড়বেন এবং ইসলামিক শিক্ষা নিতে পারবেন।আমার অনুরোধ থাকবে অএ মসজিদটি সম্পূর্ণ নিয়ন মেনে করবেন। যাতে করে আশপাশের কারো সমস্যা না হয়।আমি সরকারি ভাবে সকল সুযোগসুবিধা দিব এবং আমি পাশে আছি সবসময়।আপনারা আমার জন্য দোয়া করবেন। মসজিদের নির্মাণ কাজের কোন বিঘ্ন না হয় সেদিকে লক্ষ্য রাখবেন।