শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নি ইউনিয়ন পরিষদের সচিব মো: খোরশেদ আলমের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর পিতা শারীরিক প্রতিবন্ধী মো: সহিজ উদ্দিন শনিবার (২০ আগস্ট) নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ঝিনাইগাতী উপজেলার হাসলীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী স্বপ্না খাতুন গত ৪ বছর ধরে নিয়মিত উপবৃত্তির জন্য নির্বাচিত হয়ে আসছেন। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক নির্ধারিত মোবাইল নম্বরের পরিবর্তে নন্নি ইউনিয়ন পরিষদের সচিব মো: খোরশেদ আলম নিজের মোবাইল নম্বর ব্যবহার করে শিক্ষার্থীর উপবৃত্তির টাকা তুলছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর পিতা শারীরিক প্রতিবন্ধী সহিজ উদ্দিন বলেন, “আমার মেয়ে নিয়মিত উপবৃত্তির জন্য নির্বাচিত হলেও কখনো টাকা পাইনি। ৪ বছর ধরে সচিব মো: খোরশেদ আলম আমার মেয়ের উপবৃত্তির টাকার কোনো হিসাব দেননি। আমার মেয়ের প্রাপ্য টাকা দ্রুত পরিশোধ করে তাকে উপযুক্ত শাস্তির আওতায় আনার দাবি জানাই।”
এ ঘটনায় নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত নন্নি ইউনিয়ন পরিষদের সচিব মো: খোরশেদ আলমের বক্তব্য জানার জন্য বারবার যোগাযোগ করার চেষ্টা করলও এই বিষয়ে তার সাথে কথা বলা সম্ভব হয়নি।