• শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১২:১৮ অপরাহ্ন
  • |
  • |

ঝিনাইগাতীতে অর্ধশতাব্দী ধরে বসবাসরত ভুমিহীন পরিবার উচ্ছেদ, পুনর্বাসনের দাবি

সাইফুল ইসলাম, শেরপুর প্রতিনিধি / ১৩১ Time View
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
ঝিনাইগাতীতে অর্ধশতাব্দী ধরে বসবাসরত ভুমিহীন পরিবার উচ্ছেদ, পুনর্বাসনের দাবি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া গ্রামে প্রায় অর্ধশতাব্দী ধরে বসবাসরত এক ভুমিহীন পরিবারকে উচ্ছেদ করার পর দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। এ দাবিতে বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করে পরিবারটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য জাকির হোসেন। তিনি জানান, প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস করার পরও হঠাৎ উচ্ছেদের নোটিশ দিয়ে প্রশাসন তাদের ঘরবাড়ি ভেঙে দিয়েছে। এতে নারী-শিশুসহ প্রায় চল্লিশজন মানুষ মানবেতর জীবনযাপন করছে। তিনি প্রশাসনের কাছে পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ ও অবিলম্বে পুনর্বাসনের দাবি জানান। অন্যথায় পরিবার-পরিজন নিয়ে রাস্তায় থাকতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন।

এসময় এলাকাবাসীরাও ভুক্তভোগী পরিবারকে সরকারি জমিতে দ্রুত পুনর্বাসনের দাবি জানান।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল জানান, তিন বছর আগে ওই জায়গা ভূমি অফিস করার জন্যে শেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তাব গ্রহণ করা হয়েছে । ক্ষতিগ্রস্থ পরিবার ও ভূমিহীনদের জন্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে ।

উপজেলা প্রকৌশলী শুভ বসাক জানান ভূমি অফিসের কাজ শুরু করা হবে যে সকল পরিবারগুলো ভূমিহীন তাদের জন্যে সামনে একটু জায়গা রেখে দোকান পাঠ করে দিয়ে সরকারি নিয়ম অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করার পরিকল্পনা আছে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category