ঢাকার ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ-এর ১১ লাখ টাকা চুরির ঘটনায় পলাতক থাকা সিকিউরিটি গার্ড রিয়াদ বাবু (২৫) নওগাঁ সদর উপজেলার আনন্দনগর এলাকা থেকে র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে। বুধবার রাত ২টার দিকে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটককৃত রিয়াদ বাবু রাজবাড়ী জেলার পাংশা উপজেলার চররামনগর গ্রামের লালন ব্যাপারীর ছেলে। তিনি ঢাকার উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরে অবস্থিত ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ-এ সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।
সূত্র জানায়, গত ৯ জুলাই সন্ধ্যা ৭টা থেকে ১০ জুলাই সকাল ৭টা পর্যন্ত ডিউটিতে ছিলেন রিয়াদ। ওইদিন স্কুলের হিসাবরক্ষণ কর্মকর্তা মো. হাসান মাহমুদ খান ১১ লাখ টাকা টিউশন ফি উত্তোলন করে একাউন্টস রুমের পার্টেক্স বোর্ডের লকারে তালা লাগিয়ে রেখে যান।পরদিন সকালে সিকিউরিটি অফিসার বেলাল হোসেন ডিউটি পোস্টে রিয়াদকে অনুপস্থিত পান এবং একাউন্টস রুমের দরজা ভাঙা অবস্থায় দেখতে পান। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, রাত ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে রিয়াদ একা অথবা অজ্ঞাত সহযোগীদের সঙ্গে নিয়ে রুমে ঢুকে লকার ভেঙে টাকা চুরি করে এবং পরে ভোর ৫টা ২১ মিনিটে টাকার ব্যাগসহ স্কুল ত্যাগ করে।
এ ঘটনায় ১৮ জুলাই উত্তরা পূর্ব থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা তথ্য প্রযুক্তির সহায়তায় জানতে পারেন যে অভিযুক্ত রিয়াদ বর্তমানে নওগাঁয় অবস্থান করছেন। এরপরই র্যাব সদস্যরা তাকে গ্রেপ্তার করে এবং যথাযথ আইনি প্রক্রিয়ার জন্য নওগাঁ সদর থানায় হস্তান্তর করেন।