শেরপুরের ঝিনাইগাতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ আগস্ট) উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শহিদুল্লাহ এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল। এসময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, মো. লুতফুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত স্বেচ্ছাসেবক দল সব সময় গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমান দুঃসময়ে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের আন্দোলনকে আরও শক্তিশালী করবে।
আলোচনা সভার পূর্বেই একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।