জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক অস্বীকার করার প্রতিবাদে আওয়ামী পন্থী মুক্তিযোদ্ধাদের শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল ও পথসভা করে জেলা বিএনপি।
জেলা যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ মিছিলে যোগদান করেন। মিছিলটি শহর থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
উল্লেখ্য গত ২৬ শে মার্চ মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব মাসুদ খন্দকারের বক্তব্য প্রধান কালে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলায় প্রতিবাদ করে মুক্তিযোদ্ধারা।
এরই প্রেক্ষিতে এই মিছিল অনুষ্ঠিত হয় মিছিল শেষে পথসভার বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব। জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, যুবদলের সদস্য সচিব মনির হোসেন, সদর থানা যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন সুজন প্রমুখ সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ। এ বিষয়ে ছিাত্রদল, যুবদল ও বিএনপির নেত্রিবৃন্দ বক্তিতা রাখেন। জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব বলেন অবিলম্বে পাবনা মুক্তিযোদ্ধা সংসদ বাতিল করতে হবে এবং কথিত মুক্তিযোদ্ধা দের গ্রেপ্তার করতে হবে।