পাবনা জেলা তথ্য অফিসের উদ্যোগে ২৫শে মার্চ গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২৫ উদযাপন উপলক্ষ্যে গণযোগাযোগ অধিদপ্তরের বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় পাবনা সদর উপজেলার ইমাম গায্যালী গার্লস স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
পাবনার সিনিয়র তথ্য অফিসার মোঃ সামিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন নাসিম এবং বীর মুক্তিযোদ্ধা ডা. এম. এ. সাত্তার।
অন্যানের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ইমাম গায্যালী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব সুরাইয়া সুলতানা, সহকারী প্রধান শিক্ষক, মোঃ আনিসুর রহমান। আলোচনা সভায় উপস্থিত বীর মুক্তিযোদ্ধাগণ ২৫ মার্চ গণহত্যার বিভীষিকাময় কালরাত্রিতে সংগঠিত পৈশাচিকতার চিত্র তুলে ধরার পাশাপাশি মহান মুক্তিযুদ্ধকালীন স্মৃতিচারণ করেন।
সেইসাথে উপস্থিত বক্তাগণ স্বাধীনতার প্রেক্ষাপট তুলে ধরেন এবং স্বাধীনতার মূল আকাঙ্খা ক্ষুধা ও বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সকলকে বিশেষ করে ছাত্র-ছাত্রীদের প্রতি বিশেষ আহবান জানান। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে নিহত সকল বীর মুক্তিযোদ্ধাসহ জুলাই-আগস্ট বিপ্লবে নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।
আলোচনা সভায় আগামীর বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় তরুণদের এখন থেকেই প্রস্তুতি নেয়ার আহবান জানানো হয়। বিশেষ করে মানবিকতার বিকাশ ঘটিয়ে উত্তম জ্ঞান চর্চ্চার মাধ্যমে এখন থেকেই সামাজিক দায়িত্ব পালনে শিক্ষার্থীদের প্রতি অনুরোধ করা হয়। আগামীতে ছাত্র-ছাত্রীদের জ্ঞান চর্চ্চার মাধ্যমে প্রকৃত মানুষ হিসেবে নিজেকে গড়ার মাধ্যমে পরিবার, সমাজ তথা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষক, অভিভাবকসহ সকলকে আমাদের আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করাসহ তাদের প্রতিভা বিকাশের পথকে সুগম করতে বিশেষ যত্নশীল হওয়ার আহবান জানানো হয়।
আলোচনা সভায় শিক্ষক, অভিভাবক, সুধীজন, ছাত্র-ছাত্রীসহ প্রায় দেড় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। আলোচনার সভার শুরুতে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)