গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নজরুল ইসলাম (৩২) নামে এক মোবাইল ব্যাকিং ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ ১৭ আগস্ট রবিবার সকালে উপজেলার নাকাই ইউনিয়নের শীতল গ্রামে বাগুরার বিলে পরিত্যক্ত মাঠ থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। নিহত নজরুল ইসলাম নাকাই ইউনিয়নের শীতলগ্রাম কানিপাড়া গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে ও জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন নাকাই ইউনিয়নের ওয়ার্ড শাখার সভাপতি। এলাকাবাসী বলেন, গত শনিবার রাতে মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী নজরুল ইসলাম দোকানের লেনদেন শেষে দোকান থেকে বাড়ী ফেরার পথে মান্নান মন্ডলের জমির কাছে পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ধরে নিয়ে ফাঁকা ধান ক্ষেতের পাশে পরিত্যক্ত মাঠে গলাকেটে হত্যা করে। এলাকাবাসী ধরনা সম্প্রতি যৌথ বাহিনীর অভিযানে বেশ কয়েকজন হ্যাকার ধরা পড়ে। এই হ্যাকারদের সন্দেহ তার দোকানে বিকাশ, নগদে লেনদেনের কারণে, আইনশৃঙ্খলা বাহিনী এই তথ্য পেয়েছে ও তারা ধরা পড়েছে। এ নিয়ে সন্দেহের জেরে তাকে গলা কেটে হত্যা করা হয়ে থাকতে পারে। নিহত নজরুল ইসলামের এক স্বজন অভিযোগ করে বলেন, দোকান চুরি ও বিকাশে লেনদেন সংক্রান্ত বিরোধ জেরে তাকে হত্যা করা হয়েছে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, বিকাশ ব্যবসায়ীর মরদে’হ উদ্ধার করা হয়েছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটন করে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে