• শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন
  • |
  • |

মাদক সম্রাট নুর ইসলাম ওরফে হেরোইন বৌয়াল যৌথ বাহিনীর হাতে গ্রেফতার

তারাগঞ্জ, রংপুর প্রতিনিধি / ৩৮ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
মাদক সম্রাট নুর ইসলাম ওরফে হেরোইন বৌয়াল যৌথ বাহিনীর হাতে গ্রেফতার

রংপুরের তারাগঞ্জে ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ বি-গ্রেডের ৩৪ ই বেঙ্গল তারাগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন রাকিবুল হাসানের নেতৃত্বে,যৌথ বাহিনীর অভিযানে তারাগঞ্জ মেডিকেল মোড় থেকে মদকসহ,মাদক সম্রাট নুর ইসলাম (বৌয়াল) গ্রেফতার। আটকৃত মাদক ব্যাবসায়ী তারাগঞ্জ উপজেলার ২নং কুর্শা ইউনিয়নের জিগাতলা গ্রামের মৃত্যু মোজাম্মেল হকের ছেলে নুর ইসলাম। আটক নুর ইসলামের কাছ থেকে হেরোইনের ৬ টি পুরিয়া ও নগদ ৬২০ টাকা,ও একটি বাটন মোবাইল উদ্ধার করে যৌথবাহিনি। মদক সম্রাট নুর ইসলাম এলাকায় দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল।একাধিকবার মাদকসহ গ্রেফতার ও জেল-হাজত থেকে জামিনে মুক্তি পেয়ে পুনরায় মাদক ব্যাবসার সাথে জরিত হয়ে স্থানীয় যুব সমাজ ধংসের কারীগড় এই নুর ইসলাম।

স্থানীয় সূত্রে জানাযায়, নুর ইসলাম ও তার পরিবার দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত আছে। একাধিকবার নুর ইসলাম ও তার স্ত্রী মাদকসমাজ্ঞী লাইজু বেগম মাদকসহ গ্রেফতার হয়ে জেল-হাজতে গেলেও।জামিনে মুক্তি নিয়ে এলাকায় পুনরায় মাদক ব্যাবসা করেন।তাদের মাদকদ্রব্য বিক্রি করার কারণে এলাকার অনেক যুবক আজ মাদকাসক্ত।

মাদক ব্যাবসায়ী নুর ইসলাম এলাকায় হেরোইন বৌয়াল নামে পরিচিত। উদ্ধারকৃত মাদক ও আটককৃত মাদক ব্যাবসায়ী নুর ইসলাম(বৌয়াল) কে তারাগঞ্জ থানার এসআই আঃ রউফের হাতে হস্তান্তর করে সেনাবাহিনীর চৌকশ একটি দল।

এসআই আঃ রউফ বলেন,হেরোইন সহ নুর ইসলাম ওরফে (হেরোইন বৌয়াল) কে যৌথবাহিনির একটি দল তারাগঞ্জ মেডিকেল মোড় হতে গ্রেপ্তার করেন। জব্দকৃত মাদকসহ নুর ইসলাম কে আমি ও আমার ফোর্সের মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়।নুর ইসলামে বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category