শেরপুরের ঝিনাইগাতী উপজেলার প্রধান বাজারে মুরগি ও খাদ্যের দোকান পাশাপাশি অবস্থান করায় জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। প্রতিদিন এখানে হাজারেরও বেশি মুরগি জবাই করা হলেও নেই কোনো সঠিক বর্জ্য ব্যবস্থাপনা বা ড্রেনেজ ব্যবস্থা।
স্থানীয়রা জানান, জবাইয়ের পর মুরগির রক্ত ও ময়লা যেখানে-সেখানে ফেলে রাখা হয়। এসব বর্জ্যে কুকুরসহ বিভিন্ন পশুপ্রাণী খাবারের সন্ধানে ঢুকে পড়ে এবং বাজার জুড়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এতে করে ক্রেতা-বিক্রেতা সহ আশেপাশের দোকানদাররা ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন।
বাজারের একাধিক দোকানদার জানান, প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় তারা বাধ্য হয়ে এমন পরিবেশে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তাদের ভাষায়, “এখানে শুধু ক্রেতাই নয়, আমরাও কষ্টে আছি। স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে কর্তৃপক্ষের জরুরি উদ্যোগ প্রয়োজন।”
এ বিষয়ে উপজেলা প্রশাসন এবং বাজার ইজারাদারদের কোনো কার্যকর পদক্ষেপ নেই বলে অভিযোগ করেছেন বাজারে আগত ক্রেতারা। তারা দ্রুত বর্জ্য অপসারণ ও ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এভাবে মুরগি ও খাদ্যের দোকান পাশাপাশি থাকলে সালমোনেলা, ই-কোলাইসহ বিভিন্ন ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়তে পারে, যা মারাত্মক খাদ্যবাহিত রোগের কারণ হতে পারে।