• শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১২:২১ অপরাহ্ন
  • |
  • |

বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি / ১২৩২ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীত কুমার দাস।

অনুষ্ঠান শুরুতেই শপথ বাক্য পাঠ করা হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণপদ পাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুকিত হাসান খান, মেজর সজীব হোসেন, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিবিদ মোঃ হারুনুর রশিদ, প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফরহাদ জামিন।

সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণার্থীদের মধ্যে সফল উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন উদ্যোক্তা নাজমুরনাহার, সেলিনা বেগম, ফারিয়া আলম মিথিলা, জুবায়ের আহমেদ প্রমুখ। এর আগে সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য আয়োজনে ব্যানার ফেস্টুন উড়িয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ এর উদ্বোধন করা হয়।
চলতি বছরের জেলা ব্যাপী যুব উন্নয়ন অধিদপ্তরের থেকে ৭৩ লক্ষ ৯০ হাজার টাকা যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলা পর্যায়ের ৯ জন যুবককে ১১ লক্ষ টাকা যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেনসাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, নব দিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মোঃ বজলুর রহমান, সুশীলনের প্রজেক্ট অফিসার দেবরঞ্জন বিশ্বাস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আল ইমরান ইমু, জেলা এনসিপির নেতা শেখ আহছান উল্লাহ, সিএম নাজমুল ইসলাম, প্রতিবন্ধী পুর্নবাসন কল্যাণ সমিতির সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আজিজুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category