• শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৬:২৫ অপরাহ্ন
  • |
  • |

ঝালকাঠিতে পেঁয়াজের দাম হঠাৎ আকাশছোঁয়া, এক সপ্তাহেই কেজিতে ৩০ টাকা বৃদ্ধি

মোঃ- জাহিদ, ঝালকাঠি / ৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
ঝালকাঠিতে পেঁয়াজের দাম হঠাৎ আকাশছোঁয়া, এক সপ্তাহেই কেজিতে ৩০ টাকা বৃদ্ধি

ঝালকাঠির বাজারে হঠাৎ আগুন লেগেছে পেঁয়াজের দামে। এক সপ্তাহ আগেও যে পেঁয়াজ ৫০ টাকায় বিক্রি হয়েছে, এখন সেটিই বিক্রি হচ্ছে ৮০ টাকা পর্যন্ত। প্রতিকেজিতে দাম বেড়েছে এক লাফে ৩০ টাকা। এতে হতবাক ক্রেতারা।

জেলার নলছিটি, রাজাপুর, কাঠালিয়া ও সদর উপজেলার বাজারগুলো ঘুরে দেখা গেছে, দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়, আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়। অথচ মাত্র কিছুদিন আগেই এই পণ্য মিলত অনেক কম দামে।

নলছিটি বাজারে দেখা যায়, পেঁয়াজ কিনতে এসেছেন গৃহবধূ রোকসানা বেগম। ক্ষোভ ঝেড়ে তিনি বলেন, “এই বাজারে ঢুকলে মাথা ঘুরে যায়। পেঁয়াজ, রসুন, মরিচ—সব কিছু যেন আগুনে পুড়ছে!”

ব্যবসায়ীরা বলছেন, মাঠ থেকে পর্যাপ্ত পেঁয়াজ উঠছে না। অন্যদিকে গরমের কারণে সংরক্ষণে সমস্যা ও পরিবহন ব্যয় বেড়েছে। তবে ভোক্তারা বলছেন, “এই বাজার সিন্ডিকেটের কারসাজি, কারণ ছাড়াই দাম বাড়ছে।”

টিসিবির তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে দেশজুড়েই পেঁয়াজের দাম বেড়েছে। তবে জেলা শহরগুলোর মধ্যে ঝালকাঠির বাজারে এর প্রভাব বেশি দেখা যাচ্ছে।

বাজার বিশ্লেষকেরা বলছেন, পেঁয়াজের বাজারে যদি এখনই কার্যকর নজরদারি না হয়, তাহলে সামনে উৎসবমুখর সময়গুলোতে সাধারণ মানুষ আরও বিপাকে পড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category