সরিষাবাড়ীতে জাল টাকা সহ প্রতারক চক্রের এক সদস্য গ্রেফতার
শাকিল হাসান, জামালপুর প্রতিনিধি
/ ৩৩
Time View
Update :
বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
Share
সরিষাবাড়ীতে জাল টাকা সহ প্রতারক চক্রের এক সদস্য গ্রেফতার
জামালপুর জেলার সরিষাবাড়ীতে জাল টাকা সহ মামুনুর রশিদ (৪০) নামে এক ব্যক্তি কে গ্রেফতার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ।
বুধবার সরিষাবাড়ী সোনালী ব্যাংক কমপ্লেক্স শাখা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির পরিচয় সে বাংলাদেশ পুলিশের সাবেক কর্মকর্তা,জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের রুহুলী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ জানাযায়,গোপন সংবাদের ভিত্তিতে এস আই শাহীন মিয়া সঙ্গীয় পুলিশ সদস্যগণ কে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মামুনুর রশিদ কে সন্দেহ জনক অবস্থায় আটক করেন।পরে তার দেহ তল্লাশি করে ৫ শত টাকার জাল নোট ৩২টি ১৬ হাজার,এবং নগদ ১ হাজার টাকার নোট ১শত টি ও ৫ শত টাকার নোট ২শতটি সহ মোট ২ লক্ষ টাকা পাওয়া যায়।
জাল টাকা সহ আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,বিভিন্ন উৎস থেকে জাল টাকা সংগ্রহ করে জনসাধারণের মাঝে আসল টাকা হিসেবে চালিয়ে দেয়া হয় বলে এমন স্বীকার করে উক্তির বিষয়টি মামলার বাদী এসআই শাহীন মিয়া নিশ্চিত করেন।
এব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।