• শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন
  • |
  • |

সুন্দরবনে অস্ত্র-গোলাবারুদসহ আটক ২ ডাকাত

স্পষ্টবাদী ডেস্ক / ১২ Time View
Update : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
সুন্দরবনে অস্ত্র-গোলাবারুদসহ আটক ২ ডাকাত

সুন্দরবনে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ দুই ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড। আজ বুধবার (৬ আগস্ট) সকালে মোংলায় বিসিজিএস স্বাধীন বাংলা জাহাজের নেভিগেটিং কর্মকর্তা লেফটেন্যান্ট মো. খালিদ সাইফুল্লাহ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন, মো. বাদশা গাজী (৪৫) ও মেহেদী হাসান (২৭)—উভয়েই খুলনা জেলার পাইকগাছা থানার বাসিন্দা। তারা সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবু বাহিনীর সহযোগী।

প্রেস ব্রিফিংয়ে কোস্ট গার্ড জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে কোস্ট গার্ড বেইস মোংলার একটি আভিযানিক দল সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন শরবতখালী এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় ডাকাতির প্রস্তুতিকালে একদল ডাকাতকে ধাওয়া করে কোস্ট গার্ড। পালানোর চেষ্টাকালে কোস্ট গার্ড আত্মসমর্পণের আহ্বানে দুটি ফাঁকা গুলি ছোড়া হয়।

পরবর্তীতে ৩টি একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজ, ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ এবং অস্ত্র তৈরির সরঞ্জামসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর দুই সহযোগীকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে ডাকাত আসাবু বাহিনীর সঙ্গে জড়িত থেকে ডাকাতি এবং দলটিকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে আসছিল।

আটককৃত ডাকাত ও জব্দকৃত আলামতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এমনকি সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category