টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বিএনপির পৃথক পৃথক কর্মসূচি বিজয় মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ২টার দিকে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও হামলায় উভয় পক্ষের অন্তত ২০ কর্মী-সমর্থক আহত হয়েছেন। আহতদের কালিহাতী উপজেলা ও টাঙ্গাইলের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনার পর থেকে কালিহাতী উপজেলা সদরে উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটোর নেতৃত্বে কালিহাতী আরএস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে একটি বিজয় মিছিল বের করা হয়।
অপরদিকে, কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শুকুর মাহমুদ, ড্যাব নেতা ডা. শাহ আলম তালুকদার, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম, কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বার ও জেলা জিয়া পরিষদের সাবেক সভাপতি আব্দুল আউয়াল দিবসটি উপলক্ষে তাদের সমর্থিত নেতাকর্মীদের নিয়ে স্থানীয় শহীদ শফি সিদ্দিকী তোরণের পাশে একটি সমাবেশ করছিলেন। বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটোর নেতৃত্বাধীন মিছিলটি সমাবেশের কাছাকাছি এলে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এক পক্ষ অন্য পক্ষকে উদ্দেশ্য করে অশালীন স্লোগান দিতে থাকে। পরে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে হামলা ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
পরে, কালিহাতীতে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শুকুর মাহমুদ, ড্যাব নেতা ডা. শাহ আলম তালুকদার, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে নেতারা জানান, পরিকল্পিতভাবে বেনজির আহমেদ টিটোর গ্রুপ এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন।
এ বিষয়ে টাঙ্গাইলের ভারপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার(কালিহাতী সার্কেল) মো. আরিফুল ইসলাম জানান, ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে স্থানীয় বিএনপির দুই পক্ষের কর্মসূচি থাকায় এ অনভিপ্রেত ঘটনাটি ঘটেছে। বিজয় মিছিল নিয়ে সমাবেশের পাশ দিয়ে যাওয়ার সময় উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
তিনি জানান, বর্তমানে কালিহাতীর পরিস্থিতি শান্ত এবং পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কোন মারামারি বা হাতাহাতি হয়নি। পুলিশের পক্ষ থেকে সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। পরবর্তীতে এ ধরনের কোন ঘটনা ঘটবে না বলে তিনি আশাপ্রকাশ করেন।
এ
প্রকাশ, সাবেক ছাত্রদল নেতা বেনজির আহমেদ টিটো বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর স্থানীয় সিনিয়র নেতাদের পাশ কাটিয়ে দলের ইউনিয়ন ও উপজেলা কমিটি গঠন করা হয়। ফলে কালিহাতী উপজেলা বিএনপি দ্বিধাবিভক্ত হয়ে পড়ে। তারা দীর্ঘদিন ধরে আলাদাভাবে দলীয় কর্মসূচি সহ সকল কর্মসূচি পালন করছে।