ছাত্র জনতার জুলাই গণ-অভুত্থান দিবস উদযাপন উপলক্ষে পাবনায় শনিবার বিকালে জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে রেমিটেন্স যোদ্ধা দিবস-২০২৫ পালন করা হয়। এ উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে আলোচনা সভা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার।
প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারি পরিচালক মো. আবু সাইদ এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারি পরিচালক মো. মোখলেছুর রহমান, পাবনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের(টিটিসি) অধ্যক্ষ মো. মোখছেদুল আলম, সুজানগর টিটিসি’র অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম সরকার, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক আনম গোলাম হাবিব।
অনুষ্ঠানে পাবনা জেলার সর্বোচ্চ রেমিন্টেস প্রেরণকারি দুইজন রেমিটেন্স যোদ্ধা নেদারল্যান্ডস প্রবাসী মো. আব্দুস সালাম এবং ফ্রান্স প্রবাসী জান্নাতুন নাহারকে সম্মননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে রেমিটেন্স যোদ্ধারা বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যাওয়ার জন্য দালালমুক্ত এবং হয়রানীমুক্তসহ কম খরচে যাওয়ার ব্যবস্থা গ্রহনের দাবি জানান।