• রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন
  • |
  • |
Headline :
গাইবান্ধায় বাসর ঘরে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ, স্বামীসহ আটক ৭ সাবেক ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে ও জাপা নিষিদ্ধের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮ আবির্ভাব পুণ্য স্নান মহোৎসব শুরু পাবনায় বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ, পাবনা জেলা কমিটি গঠন আহ্বায়ক- রকিবুল, সদস্য সচিব বাপ্পী মেরুন পোশাকধারী হামলাকারীর পরিচয় প্রকাশ করলেন রাশেদ খান রংপুরে দলীয় কার্যালয়ের সামনে জাপা নেতাকর্মীদের অবস্থান এবার টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাঙচুর মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ অপু বিশ্বাস সন্তান জন্মের পর চরম অর্থকষ্টে ভুগেছেন নির্বাচন ফেব্রুয়ারির ১৫ তারিখের আগে হবে : প্রেসসচিব

মসজিদে নামাজরত ব্যবসায়ীকে ছুরিকাঘাত, অবস্থা আশঙ্কাজনক

স্পষ্টবাদী ডেস্ক / ২৯ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
মসজিদে নামাজরত ব্যবসায়ীকে ছুরিকাঘাত, অবস্থা আশঙ্কাজনক

কুমিল্লায় নামাজরত অবস্থায় একজন ব্যবসায়ীকে ছুরিকাঘাত করা হয়েছে। শনিবার রাতে এশার নামাজের সময় কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল বাজার জামে মসজিদে এ ঘটনা ঘটে ।

কুমিল্লা বুড়িচং উপজেলা রাজাপুর ইউনিয়ন শংকুচাইল বাজারের হোটেল ব্যবসায়ী সাত্তারের ছেলে সুমন মোবাইল ব্যবসায়ী সায়মনকে নামাজরত অবস্থায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, নামাজ শুরুর আগে সাত্তারের ছেলে সুমনের সঙ্গে কথা কাটাকাটি হয় মোবাইল ব্যবসায়ী সায়মনের। এর জেরে নামাজরত অবস্থায় তাকে ছুরিকাঘাত করে সুমন‌ (২৫)। সায়মন (৩২) বুড়িচং উপজেলা পাচোড়া গ্রামের আলী হায়দারের ছেলে ।

রাজাপুর ইউনিয়ন পরিষদ শংকুচাইল গ্রামের মেম্বার মো. মিজানুর রহমান জানান, শংকুচাইল বাজারের হোটেল ব্যবসায়ী ছাত্তারের ছেলের সুমনের সাথে নামাজের আগে সায়মনের কথা কাটাকাটি হয়। পরে সায়মন নামাজে দাঁড়ালে তাকে ছুরিকাঘাত করা হয়। সায়মনকে কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। তাকে আইসিইউতে নেয়া হয়েছে বলে জানতে পেরেছি।

শংকুচাইল বাজার জামে মসজিদের ইমাম আবু হানিফ বলেন, আমরা ৮টা ৩০ মিনিটে এশার নামাজ শুরু করেছি। দুই রাকাত নামাজ পড়ার পর একটা আওয়াজ আসে। আওয়াজ বোঝা যায়নি। হঠাৎ একজন বলে উঠলো আমাকে ছুরি দিয়ে গাই (আঘাত) দিয়েছে। বাকি দুই রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে পিছনে তাকিয়ে দেখি তৃতীয় কাতারে ‌রক্তাক্ত অবস্থায় পড়ে আছে একজন। ব্যবসায়ী তারা মিয়া আহত সায়মনকে বাজারে নিয়ে গেলেন। নামাজরত অবস্থায় কে আঘাত করেছে আমরা দেখিনি।

আহত সায়মনের মামাতো ভাই ইমন বলেন, কুমিল্লা মেডিকেল কলেজের ডাক্তার বলেছেন তাকে ঢাকায় নিয়ে যেতে। আমরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যাইতেছি। তার ব্লাডপ্রেসার কমে গেছে। অবস্থা আশঙ্কাজনক।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল হক বলেন, শংকুচাইল বাজার জামে মসজিদে এশার নামাজ পড়া অবস্থায় একজনকে ছুরিকাঘাত করেছে সুমন। আমরা খবর পেয়ে পুলিশ পাঠিয়েছে। আহত সায়মনকে চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category