• শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন
  • |
  • |

শিবির নেতাকে পিটিয়ে হত্যা সাঘাটা থানার অভিযুক্ত এ এসআই রাকিব ক্লোজ

গাইবান্ধা প্রতিনিধি / ১৯ Time View
Update : শনিবার, ২ আগস্ট, ২০২৫
শিবির নেতাকে পিটিয়ে হত্যা সাঘাটা থানার অভিযুক্ত এ এসআই রাকিব ক্লোজ

গাইবান্ধার সাঘাটায় থানার সামনের পুকুরে শিবির নেতা সিজু মিয়াকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত সাঘাটা থানার এএসআই রাকিবুল ইসলামকে ক্লোজড করা হয়েছে।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ডু সাংবাদিকদের এ তথ্য দিয়েছেন। তিনি আরো জানান, এঘটনার রহশ্যের জট খুলতে পুলিশের রংপুর বিভাগের এডিশনাল ডিআইজি ও গাইবান্ধা জেলা পুলিশের পক্ষ থেকে দুটি তদন্তটীম গঠন করা হয়।

তদন্তে কি পাওয়া গেলো তা জানায় নি তবে এপর্যন্ত সাঘাটা থানার তদন্তকারী এএসআই রাকিবুল ইসলামকে গাইবান্ধা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন ।

পুলিশ ও স্থাণীয় সুত্রে জানা যায়, গত (২৪ জুলাই) বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার কলেজ ছাত্র ও সদর উপজেলা গিদারী ইউনিয়ন ছাত্র শিবির সভাপতি সিজু মিয়াকে কৌশলে থানার ডাকে ও তার কাছে ফোন জব্দ করে এসআই রাকিব, এর কয়েক ঘন্টা পরে ফোন ফেরত না পেয়ে সেই রাত পৌনে দশটার দিকে সিজু মিয়া গাইবান্ধার সাঘাটা থানায় ঢুকে এসআই রাকিবের উপর হামলার চেষ্টা করলে পুলিশের এএসআই মহসিন আলী বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে থানার থেকে পালিয়ে থানার সামনের পুকুরে ঝাঁপ দেয় সিজু মিয়া। পরদিন শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সাঘাটা থানার সামনের পুকুরের কচুরিপানার মধ্য থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা অজ্ঞাতনামা হিসেবে ওই সিজুর মরদেহ উদ্ধার করে। পরের দিন শনিবার পুকুরে সিজুকে পুলিশ কতৃক পিটিয়ে হত্যার একটি ভিডিও ভাইরাল হলে এলাকায় তোলপার সৃষ্টি হয়৷ পরে সেই দিনই গাইবান্ধা পুলিস সুপারের কর্যালয় ঘেরাও করে এলাকাবাসি৷ পরের দিন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধন করে সচেতন নাগরিক ও স্থানীয়রা ৷ এ ঘটনায় সংবাদ প্রকাশের পরে টনক নড়েছে প্রশাসনে ।
পরে ঘটনাটি তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্ত কমিটির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত ডিআইজি, রংপুর রেঞ্জ অপর সদস্যদ্বয় হলে মোছাঃ রুনা লায়না অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম ম্যানেজম্যান্ট ডিাইজি রংপুর রেঞ্জ ও গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মো: শরিফুল ইসলাম৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category