ভারতের ফুটবলপ্রেমীদের জন্য আসছে এক ঐতিহাসিক মুহূর্ত। চলতি বছরের শেষ দিকে লিওনেল মেসিসহ আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল ভারতে সফরে আসতে পারে বলে জানিয়েছে জি নিউজসহ একাধিক ভারতীয় গণমাধ্যম।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়ন (এএফএ) ও বাণিজ্যিক অংশীদার এইচএসবিসি ইন্ডিয়ার যৌথ উদ্যোগে অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরুতে কেরালার কোচিতে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এর আগে ২০২৪ সালের মার্চে আর্জেন্টিনা দল ভারত সফরের আগ্রহ প্রকাশ করেছিল। তখনই জানানো হয়েছিল, দলটির বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি কোচিতে অন্তত একটি প্রীতি ম্যাচে নেতৃত্ব দেবেন। কেরালার ক্রীড়ামন্ত্রী ভি. আবদুরহিমান ২০২৫ সালের জুনে নিশ্চিত করেন যে, সফরের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আর্জেন্টিনার খেলোয়াড়দের রাষ্ট্রীয় অতিথির মর্যাদা দেওয়া হবে।
তবে ২০২৫ সালের মে মাসে কিছু প্রতিবেদন প্রশ্ন তোলে—আয়োজকরা প্রয়োজনীয় ১০০ কোটি রুপি তহবিল সংগ্রহে সক্ষম হবেন কি না। কিছু সূত্র জানায়, পর্যাপ্ত অর্থ জোগাড় না হলে আর্জেন্টিনা তাদের সফরের গন্তব্য পরিবর্তন করে চীন, অ্যাঙ্গোলা বা কাতারে স্থানান্তর করতে পারে। যদিও কেরালা সরকার এসব গুজব অস্বীকার করেছে এবং পুনরায় আশ্বস্ত করেছে যে সফরটি এখনও পরিকল্পনা অনুযায়ীই এগোচ্ছে।
সবকিছু ঠিকঠাক থাকলে এটি হবে মেসির প্রথম ভারত সফর। সম্ভাব্য ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে কোচির জওহরলাল নেহেরু স্টেডিয়াম। শুধু মেসিই নয়, এই সফরে আর্জেন্টিনা দলের অন্যান্য তারকা খেলোয়াড় যেমন অ্যাঞ্জেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ ও গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও থাকতে পারেন।
ফুটবলপ্রেমীরা এখন প্রতীক্ষায় আছেন আনুষ্ঠানিক ঘোষণার—কবে ম্যাচ হবে, কার বিরুদ্ধে হবে, এবং কবে থেকে টিকিট পাওয়া যাবে।