• শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১২:২৪ অপরাহ্ন
  • |
  • |

বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড : হবিগঞ্জে ২৪ ঘণ্টায়ও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ

স্পষ্টবাদী ডেস্ক / ৩৯ Time View
Update : শনিবার, ২ আগস্ট, ২০২৫
বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড হবিগঞ্জে ২৪ ঘণ্টায়ও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ

হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ। তবে আংশিকভাবে চারটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে কর্তৃপক্ষ। শুক্রবার (১ আগস্ট) দুপুর থেকে চার উপজেলার আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু করার বিষয়টি জানিয়েছে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি।

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি জানায়, বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে টানা বৃষ্টির মধ্যে শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রে বিকট শব্দে সিটি বাল্ব ব্লাস্ট হওয়ার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে আগুন ছড়িয়ে পড়ে এবং দুটি ট্রান্সফরমার পুড়ে যায়। আরেকটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন ৯টি উপজেলার মধ্যে ৫টিতে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। টানা ২৪ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় এসব এলাকায় জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। এদিকে শুক্রবার সকাল সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ সদর, চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ ও লাখাই উপজেলার আংশিক এলাকায় বিদ্যুৎ চালু করা হয়।

চুনারুঘাট জোনাল অফিসের ডিজিএম মনজুরুল আলম জানান, চাহিদার তুলনায় বিদ্যুৎ বরাদ্দ না পাওয়ায় এক ঘণ্টা অন্তর অন্তর লোডশেডিং করতে হচ্ছে। আশা করছি, ২-১ দিনের দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।

এ ব্যাপারে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. জিল্লুর রহমান জানান, জেলার জন্য ১৬০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও বর্তমানে কেবল একটি কার্যকর ট্রান্সফরমারের মাধ্যমে পল্লী বিদ্যুৎ এ পিডিপি মিলিয়ে ৩৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে আংশিকভাবে চারটি উপজেলা চালু রাখা হয়েছে।

মাধবপুর উপজেলায় সকাল থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল, বিকেলে চালু হয়েছে।
তিনি আরো জানান, চাহিদা মিটাতে মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে বিদ্যুৎ আনার চেষ্টা চলছে। বাকি দুটি ট্রান্সফরমারের একটি শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় এবং অপরটি শনিবার চালু হওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category